ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘ষোড়শ সংশোধনী বিচারপতিদের অসম্মান করার জন্য নয়’


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৭, ০৫:২১ পিএম আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৯:১৪ এএম
‘ষোড়শ সংশোধনী বিচারপতিদের অসম্মান করার জন্য নয়’

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘১৯৭২ সালের সংবিধানে উল্লেখ করা ছিল কিভাবে বিচারক নিয়োগসহ অপসারণ করা যাবে। কিন্তু ১৯৭৭ সালে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতায় এসে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন। এ কারণেই সরকার ষোড়শ সংশোধনী করেছিল, বিচারপতিদের অসম্মান করার জন্য নয়।’

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন ‘ষোড়শ সংশোধনী বাতিলের  রায়ের প্রতিটি শব্দ পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত রায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ না হয় ততক্ষণ আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করবো। ৭৯৯ পৃষ্টার রায়ে আমরা কী কী পয়েন্টে রিভিউ এবং এক্সপাঞ্জ চাইবো সেগুলো আগে আমাদের বুঝে নিতে হবে।’

ষোড়শ সংশোধনীর ব্যাপারে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে সরকার আগ্রহী নয়, সে জন্য রায়ের সার্টিফাইড কপি সরকার নিচ্ছে না এমন অভিযোগ নাকচ করে দিয়ে আনিসুল হক বলেন, ‘আমরা রায়ের কপি নিচ্ছি না কথাটা সত্য নয়। আমরা এটা নেওয়ার প্রক্রিয়া  করছি। শিগগিরই আমরা এটা নিয়ে নেবো।’

আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ শূন্য থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘একজন বিচারপতিকে চেয়ারম্যান করার জন্য নাম প্রস্তাব করে এ সংক্রান্ত ফাইলটি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আশাকরি শিগগিরই ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হবে।’

দেড় বছর ধরে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক না থাকার বিষয়ে তিনি বলেন, ‘দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এর আগে মন্ত্রী রংপুর আদালত চত্ত্বরে এসে পৌঁছালে রংপুরের আইনজীবী, বিচারকসহ আওয়ামী লীগ নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি রংপুর আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। 

পরে সেখানে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসেনে আরা লুৎফা ডালিয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

গোনিউজ২৪/পিআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়