ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার কোচের পদত্যাগ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক  প্রকাশিত: জুন ২৪, ২০১৭, ০৬:৩৪ পিএম
শ্রীলঙ্কার কোচের পদত্যাগ

শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গ্রাহাম ফোর্ড। দ্বিতীয় মেয়াদে ১৫ মাস দায়িত্ব পালনের পরসরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। যদিও লঙ্কান বোর্ডের দাবি, দু’পক্ষের সমঝোতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সমঝোতা নয়, ক্ষোভ থেকেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। বিশেষ করে, তার দায়িত্বে হস্তক্ষেপ মেনে নিতে পারছিলেন না ফোর্ড। যে কারণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি আপাতত ছুটিতে রয়েছেন। ছুটিটা আগামী সপ্তাহেই শেষ হওয়ার কথা ছিল।

ক্রিকইনফো আরও জানিয়েছে, ‘গত ফেব্রুয়ারিতেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে নিয়োগ পান আশাঙ্কা গুরুসিনহা। ম্যানেজারের দায়িত্বের পরিধিও নাকি বাড়িয়ে দেয়া হয়। যে কারণে কোচের কাজের পরিধি কমে যায় এবং তার কাজে ম্যানেজারে হস্তক্ষেপ বেড়ে যায়। এমনকি তার স্বাধীনতাও অনেকটা কমে যায়। এ বিষয়টাই মেনে নিতে পারেননি এই দক্ষিণ আফ্রিকান।’

১৫ মাস আগে লঙ্কান কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছিলেন ফোর্ড। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু দুই বছর আগেই সরে দাঁড়ালেন তিনি। এর আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম মেয়াদে লঙ্কানদের কোচ ছিলেন তিনি। ২০১১ সালের পর লঙ্কান ক্রিকেট দলে মোট আটজন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, এর মধ্যে দু’বারই হলেন গ্রাহাম ফোর্ড।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ