ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী কাটার মাস্টার


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৭, ০৯:৫৯ পিএম
শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী কাটার মাস্টার

ফাইল ছবি

ডেস্ক: শতভাগ ফিট না থাকায় সবশেষ ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টেও খেলতে পারেননি মুস্তাফিজুর রহমান। তবে শ্রীলঙ্কা সফরের জন্য পুরোপুরি ফিট দেশসেরা এ কাটার মাস্টার। ফিটনেসের সঙ্গে ফর্ম অটুট থাকায় আসন্ন সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।

ভারত সফরের ফাঁকে বিসিএলে দুই রাউন্ডে হাত ঘুরিয়ে নিজেকে পরখ করে নিয়েছেন মুস্তাফিজ। বল হাতে আগের মতোই ধার রয়েছে তার। এছাড়া শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সেরা টি-টোয়েন্টি পারফর্মার নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান। ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসামের কাছ থেকে আজ সেই পুরস্কার বুঝে পেয়েছেন মুস্তাফিজ।

বর্ষসেরা পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে দীর্ঘদিন পর আবারও ফেরার অনুভূতি জানতে চাইলে মুস্তাফিজ বলেন, ‘‘অনেকদিন বাইরে ছিলাম, ইনজুরির পর নিউজিল্যান্ড সফরে ছিলাম, টেস্টেও সাথে ছিলাম খেলতে পারিনি। ইনজুরির পরে খেলার অভ্যাস ছিলনা। ভারতে আমি যেতে পারিনি তবে দুটি বিসিএলের ম্যাচ খেলেছি সেখানে ভালো হয়েছে আমার।’’

ইনজুরির কারণে দীর্ঘদিনের গ্যাপ তৈরি হলেও আত্মবিশ্বাসে কোনো ভাটা পড়েনি বলে জানান মুস্তাফিজ। এ প্রসঙ্গে কাটার মাস্টারের বক্তব্য, ‘‘আত্মবিশ্বাস অনেক ভালো। সব কিছু ভালো যাচ্ছে। এখন কোনো সমস্যা নেই।’’

শ্রীলঙ্কা সিরিজের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মুস্তাফিজ বলেন, ‘‘টেস্ট দলে দিয়েছে, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবো কিনা আমি জানিনা। যদি তিন সংস্করণে থাকতে পারি চেষ্টা করবো আমার সেরাটা দেয়ার। ‘

কাঁধে অস্ত্রোপচারের পর বোলিংয়ে নিজের সেরা অস্ত্র কাটারগুলো কি আগের মতো দিতে পা পারছেন মুস্তাফিজ? এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘বিসিএল খেললাম দুইটা ওইখানেতো জোরে করার চেষ্টা করেছি পাশাপাশি সুইং করানো। আর আমার কাটার কিংবা স্লোয়ার যেটা আছে ওইটা চারদিনের ম্যাচে তত কার্যকরী হয়না। তবে ভালো জায়গায় ধারাবাহিক ছন্দে বল করার চেষ্টা করেছি।’’

গোনিউজ২৪/এম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ