ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কা যাচ্ছেন নাসির!


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ৩০, ২০১৭, ১২:৫০ পিএম
শ্রীলঙ্কা যাচ্ছেন নাসির!

কোনো একটা সময় ছিলো যখন নাসির হোসেনকে বিবেচনা করা হতো বাংলাদেশ ক্রিকেট দলের অটোম্যাটিক চয়েস হিসেবে। কিন্তু যতই দিন পার হয়েছে জাতীয় দল থেকে ব্রাত্য হয়ে গেছেন তিনি। এর আগে সর্বশেষ গত বছর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয়টিতে দেশের হয়ে মাঠে নেমেছিলেন নাসির হোসেন। এরপর থেকে আবারও জাতীয় দলের দুয়ার তাঁর জন্য বন্ধ হয়ে গেছে।

তবে এবার হয়তো সুখবর পেতে যাচ্ছেন জাতীয় দলের একসময়ের নিয়মিত এই তারকা অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফেরার জোর সম্ভাবনা আছে নাসিরের।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই ইঙ্গিত দিয়েছেন। নাসিরকে জাতীয় দলে বিবেচনায় আনার জন্যই বর্তমানে ইমার্জিং কাপে খেলানো হচ্ছে বলে জানিয়েছেন নান্নু। প্রধান নির্বাচক বলেন, ‘নাসির ও মুমিনুলকে আবারো সীমিত ওভারের ম্যাচে ফেরাতে চাই। ওদেরকে জাতীয় দলে নিতেই ইমার্জিং কাপের দায়িত্ব দেয়া হয়েছে। নাসিরেরও মূল লক্ষ্য দ্রুত জাতীয় দলে ফেরা। ‘দলে ফিরতে আমি আমার চেষ্টা করছি।’

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাসির। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ না পেলেও বল হাতে ১৮ রানে ৩ উইকেট শিকার করেছিলেন টাইগারদের এক সময়ের ফিনিশান খ্যাত এই অলরাউন্ডার।

পরবর্তী ম্যাচে নেপালের বিপক্ষেও দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে বিপর্যয় থেকে তুলে আনেন নাসির। এরই সাথে ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি।

শুধু ইমার্জিং কাপেই নয়, নাসির সমানভাবে উজ্জ্বল ছিলেন ঘরোয়া ক্রিকেট লীগেও। জাতীয় লীগে তিন ম্যাচের চার ইনিংসে এর আগে ব্যাট হাতে ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান করেছিলেন নাসির।

নিজের ক্রিকেট ক্যারিয়ারের প্রথম দ্বিশতকও হাঁকান তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চতুর্থ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০ ইনিংসে ১৯৫ রানের পাশাপাশি ৪ উইকেট শিকার করেছিলেন।

জাতীয় দলের হয়েও নাসিরের পারফর্মেন্স মোটামুটি উজ্জ্বলই বলা যায়। ৫৮টি ওয়ানডে ম্যাচে ৩২ এর ওপর গড়ে ১২৬২ রান সংগ্রহ করেছেন নাসির। এর মধ্যে ১টি শতক আর ৬টি অর্ধশতক রয়েছে তাঁর। অন্যদিকে ৪.৬১ ইকোনমি রেটে উইকেট শিকার করেছেন ২১টি।

টেস্টের সাদা পোশাকে ১৭ ম্যাচে ৯৭১ রান সংগ্রহের পাশাপাশি ৮ উইকেট শিকার করেছেন টাইগার এই অলরাউন্ডার। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি টোয়েন্টিতে ৩১ ম্যাচে ৩৭০ রান করেছেন, সাথে নিয়েছেন ৭টি উইকেট।
গো নিউজ২৪/এজে

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ