ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘শ্রমিকদের আন্দোলনের হুমকিতে ভীত হলে চলবে না’


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ০৫:৫৭ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১১:৫৭ এএম
‘শ্রমিকদের আন্দোলনের হুমকিতে ভীত হলে চলবে না’

ঢাকা: ‘‘পরিবহন চালকদের অবহেলার কারণে প্রতিদিন অগণিত মানুষ নিহত হচ্ছে।  কথায় কথায় ধর্মঘট করে তারা জনগণকে জিম্মি করে ফেলে।  সরকারকে তা দমন করতে হবে।  তাদের আন্দোলনের হুমকিতে ভীত হলে চলবে না।’’

মঙ্গলবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলীয় এক অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের উদ্দেশে এসব কথা বলেন।

এ সময় তিনি দুই চালকের সাজার রায়ের পর পরিবহন ধর্মঘটে জনভোগান্তির কথা তুলে ধরেন।

এরশাদ বলেন, “আমি ক্ষমতায় থাকার সময় পরিবহন চালকের অবহেলার কারণে কোনো মানুষের মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান করেছিলাম।  সে আইন রাখতে পারে নাই।  বর্তমান আইনে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।  তাও বহাল রাখা যাবে কি না সন্দেহ।”

তিনি বলেন, “পরিবহন চালকদের অবহেলার কারণে প্রতিদিন অগণিত মানুষ নিহত হচ্ছে।  কথায় কথায় ধর্মঘট করে তারা জনগণকে জিম্মি করে ফেলে।  সরকারকে তা দমন করতে হবে।  তাদের আন্দোলনের হুমকিতে ভীত হলে চলবে না।”

এর আগে মানিকগঞ্জে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় এক বাস চালকের যাবজ্জীবন সাজা দিয়ে রায় দেন আদালত।  এরপর রোববার থেকে খুলনা বিভাগের দশ জেলায় পরিবহন ধর্মঘট করছিল শ্রমিকরা।

এর মধ্যেই সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ঢাকার আদালত ট্রাক চালকের ফাঁসির রায় দেন।  এর প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মঙ্গলবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে।

পরিবহন শ্রমিকদেরে কর্মবিরতি কারণে সারা দেশে দূরপাল্লার যাত্রী ও পণ‌্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গাড়ি না পেয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

অনুষ্ঠানে খুলনার ব্যাবসায়ী সৈয়দ খায়রুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন দল থেকে আসা দুই শতাধিক নেতা-কর্মী জাতীয় পার্টিতে যোগ দেন।

তাদের অভিনন্দন জানিয়ে এরশাদ বলেন, “আমার মনে অনিশ্চয়তা ছিল। এখন আলো দেখতে পাচ্ছি। যেভাবে জাতীয় পার্টিতে যোগদান চলছে, তাতে আমি বিশ্বাস করি, আমরাই আগামীতে সরকার গঠন করতে পারব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এসএম ফয়সল চিশতী, খালেদ আক্তার ও জাহিদ বিপ্লব। 

গোনিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়