ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শেয়ার কিনছেন শীর্ষ ব্রোকাররা!


গো নিউজ২৪ | গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৭, ০৯:২৬ পিএম
শেয়ার কিনছেন শীর্ষ ব্রোকাররা!

ডেস্ক: গত দুই কার্যদিবস স্টক এক্সচেঞ্জের সূচকের ব্যাপক পতন ঘটেছে। কিন্তু এতো শেয়ার বিক্রি করছে কারা এমন প্রশ্ন সবার মধ্যে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) প্রতিবেদন থেকে জানা যায়, শীর্ষ দশ ব্রোকাররা শেয়ার বিক্রি করেননি। বরং তারা মন্দা বাজারে বেশি বেশি শেয়ার কিনেছেন।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সব চেয়ে বেশি ৬৯.৮৪ শতাংশ শেয়ার কিনেছে সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আসিবি)। প্রতিষ্ঠানটি ২৩ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার বিক্রির বিপরীতে কিনেছে ৫৪ কোটি ৯৩ লাখ ১৫ হাজার টাকার শেয়ার।

অন্যদিকে, কেনার চেয়ে বেশি বিক্রি করেছে এমটিবি সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির মোট লেনদেনের ৫৯.৩৫ শতাংশ শেয়ার বিক্রি করেছে। ১৫ কোটি ২৭ হাজার ৯১ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে প্রতিষ্ঠানটি কিনেছে ১০ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার।

রোববার শেয়ার কেনার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এদিন প্রতিষ্ঠানটি লেনদেনের ৬৬.৩৯ শতাংশ শেয়ার ক্রয় করেছে। প্রতিষ্ঠানটি ১০ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ২০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।

শেয়ার কেনার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। এদিন প্রতিষ্ঠানটির মোট লেনদেনের ৫৭.৩৬ শতাংশ শেয়ার ক্রয় করেছে। প্রতিষ্ঠানটি ১২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।

এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড মোট লেনদেনের ৫৫.৩৫ শতাংশ শেয়ার কিনেছে। প্রতিষ্ঠানটি ১৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ১৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার।

আইডিএলসি সিকিউরিটিজ মোট লেনদেনের ৫২.৮৭ শতাংশ শেয়ার কিনেছে। প্রতিষ্ঠানটি ৩০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার বিক্রির বিপরীতে কিনেছে ৩৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার।

গো নিউজ২৪/এম

অর্থনীতি বিভাগের আরো খবর
৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

৫৯৫ টাকা কেজি দরে দিনে ১ কোটি টাকার গরুর মাংস বিক্রি করেন খলিল

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

১৪ বছর আগে একীভূত হয়েও এখনো ধুঁকছে যে ব্যাংক

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

রেড জোনে থাকা ‘বেসিক ব্যাংক’ যাবে কার সঙ্গে?

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

বিপজ্জনক পর্যায়ে পৌঁছে গেছে বিদেশি ঋণ, পরিশোধ হবে যেভাবে

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

৫ বছর মেয়াদি সুকুক বন্ড বাজারে ছাড়ার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?

বেসিক ব্যাংক কি বন্ধ হয়ে যাচ্ছে?