ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ পর্যন্ত কস্তাকে অ্যাটলেটিকোর কাছে বিক্রি করল চেলসি


গো নিউজ২৪ | স্পোর্টর প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৭, ০৮:৪২ এএম
শেষ পর্যন্ত কস্তাকে অ্যাটলেটিকোর কাছে বিক্রি করল চেলসি

চেলসির হয়ে যা করেছিলেন তাতে করে দিয়েগো কস্তাকে মাথায় তুলে রাখার কথা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবটির। এই স্প্যানিশ তারকার নৈপুণ্যে তিন বছরের ব্যবধানে দুবার প্রিমিয়ার লিগ শিরোপা জয় করে চেলসি। তবে কোচের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে কস্তাকে তার সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিক্রিই করে দিল দ্য ব্লুজরা।

কস্তার ট্রান্সফারের ব্যাপারে অ্যাটলেটিকো মাদ্রিদ ও চেলসি ঐকমত্যে পৌঁছেছে। বৃহস্পতিবার দুই পক্ষ ঐকমত্যে পৌঁছার ঘোষণা দেয়।

বিবিসি, ডেইলি মেইল এবং দৈনিক মার্কা'র দাবি অনুযায়ী, কস্তার জন্য সর্বমোট ৬৫ মিলিয়ন ইউরো গুনতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। প্রাথমিকভাবে লন্ডনের ক্লাব চেলসিকে ৫৫ মিলিয়ন ইউরো দিতে হবে। অবশিষ্ট ১০ মিলিয়ন ইউরো নির্ভর করবে কস্তার পারফরম্যান্স ও আনুসঙ্গিক অন্যান্য শর্তের ওপর।

২০১৪ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দেন কস্তা। ইংল্যান্ডে প্রথম মৌসুমেই চেলসিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতান ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ ফরোয়ার্ড। এরপর ২০১৬-১৭ মৌসুমেও দ্য ব্লুজদের লিগ শিরোপা জেতান কস্তা। শিরোপা জেতার দুই মৌসুমেই প্রিমিয়ার লিগে সমান ২০টি করে গোল করেন তিনি।

নতুন মৌসুম শুরুর আগে চেলসি কোচ আন্তনি কোন্তের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কস্তা। এক বার্তায় কস্তাকে কোন্তে জানিয়ে দেন, তার পছন্দের প্রথম তালিকায় নেই তিনি। এরপর চেলসির সঙ্গে অনুশীলনে অস্বীকৃতি জানান এই স্প্যানিশ ফরোয়ার্ড। যার ফলশ্রুতিতে চেলসির হয়ে ২০১৭-১৮ মৌসুমে একটি ম্যাচও খেলতে পারেননি কস্তা।

দুই পক্ষই ইতিবাচক অবস্থানে পৌঁছানোয় আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইংল্যান্ড ছেড়ে স্পেনে ওড়ে যেতে পারেন কস্তা। শনিবারের মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে এই স্প্যানিশ তারকার চুক্তি সম্পন্ন হবে বলে বিসিবি জানায়। বলে রাখা ভালো, ২০১৩-১৪ মৌসুমে অ্যাটলেটিকোর হয়ে ৩৫ ম্যাচে ২৭ গোল করে দলকে লা লিগা শিরোপা জেতাতেও দারুণ ভূমিকা পালন করেছিলেন কস্তা।

চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মৌসুমের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার মুখোমুখি হবে চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদ। তবে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত অ্যাটলেটিকোর ওপর ট্রান্সফার নিষেধাজ্ঞা থাকায় সেই ম্যাচটিতে খেলতে পারবেন না কস্তা। 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ