ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেবাগকে কঠিন হুমকি দিলেন গাঙ্গুলী


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৭, ০২:১১ পিএম আপডেট: জুন ২০, ২০১৭, ০৮:১১ এএম
শেবাগকে কঠিন হুমকি দিলেন গাঙ্গুলী

মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে জানা যায়, সিনিয়র ক্রিকেটার হয়েও খারাপ ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেটের কারণে সৌরভ গাঙ্গুলীকে দলে রাখার পক্ষে ছিলেন না ধোনি। গাঙ্গুলী সম্পর্কে সাধারণ একটি গুজব হচ্ছে যে, উইকেটের মধ্যে একবারে ধীরগতিতে হাঁটতেন তিনি।

রবি শাস্ত্রী তো তাঁকে হাতির সঙ্গে তুলনা করেন। এর আগে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ডু ফ্লিনটফ সৌরভ গাঙ্গুলীকে মাঠে রাজপুত্রের সঙ্গে তুলনা করে বলেন, ‘মাঠে একদমই দৌড়াতে চাইত না সে। মনে হতো একজন রাজকুমার ফিল্ডিং করছে।’ 

সম্প্রতি আবার সৌরভ গাঙ্গুলীকে তাঁর খারাপ রানিংয়ের কথা স্মরণ করিয়ে দিলেন শেবাগ। তবে এবার কিন্তু বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন ‘দাদা’। শেবাগকে রীতিমতো শাসিয়ে ছেড়েছেন তিনি। এই বলে হুমকি দিয়ে রেখেছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ হতে হলে কিন্তু তাঁর সামনেই শেবাগকে ইন্টারভিউ দিতে হবে। এক প্রকার রসিকতা ও বাকযুদ্ধে জড়িয়ে যান তারা। যদিও সেটা উপভোগ করার মতো ছিলো।

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন বিরেন্দর শেবাগ ও সৌরভ গাঙ্গুলী। এ সময় মজার ছলে শেবাগকে দারুণ এক চ্যালেঞ্জ করে বসেন গাঙ্গুলী। কথা প্রসঙ্গে শেবাগ বলে ওঠেন, ‘দাদা, উইকেটের মধ্যে জোরে দৌড়তে পারতেন না।’ 

ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না সৌরভও। তিনি বলেন, ‘ওয়ানডেতে ১১ হাজার রান কি আমি শুধু চার-ছয় মেরেই করেছি।’ এরপর বাকপটু শেবাগ বলেন, ‘সিঙ্গেলস নেওয়ার জন্য অত বেশি দৌড়াতে হয় না।’ এরপর শেবাগকে চ্যালেঞ্জ ছুড়ে বসেন গাঙ্গুলী। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের পর ওভালে শেবাগের সঙ্গে ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নামব আমি। দেখব কে জেতে।’

নিজের পক্ষে যুক্তিও হাজির করেন সৌরভ। তিনি স্টার স্পোর্টসের পরিসংখ্যান দেখিয়ে বলেন, ‘আমি ৩৬ ভাগ সিঙ্গেল নিয়েছি আর শেবাগ নিয়েছেন ২৪ ভাগ। আর সেই শেবাগ কি না আমার দৌড়ের সমালোচনা করে?’ এভাবে একের পর বাকবিতর্কে জমে উঠে তাদের কথা যুদ্ধ।

এরপর গাঙ্গুলী বলেন, ‘শেবাগ দর্শকদের মধ্যে ভ্রান্ত ধারণা ছড়িয়ে দিচ্ছে। এটা একেবারে উচিত নয়।’ এরপর শেবাগকে সাবধান করে দাদা বলেন, ‘বেশি কথা বলো না। আমার সামনেই তোমাকে ইন্টারভিউ দিতে হবে। সে কারণেই বলছি, নিজেকে শুধরে নাও।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ