ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিগগিরই জাকিরকে জাতীয় দলে দেখতে চান স্যামি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০৮:৫৪ পিএম
শিগগিরই জাকিরকে জাতীয় দলে দেখতে চান স্যামি

চিটাগং ভাইকিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরটা ভালো যায়নি তরুণ ক্রিকেটার জাকির হাসানের।  তবে এবারের আসরে দল বদলে রাজশাহী কিংসের ডেরায় এ তরুণ তারকা। আর ড্যারেন স্যামির নেতৃত্বে দুর্দান্ত ঢঙেই টানা দুই ম্যাচে পারফর্ম করলেন তিনি। 

নিজের প্রথম ম্যাচেই সিলেট সিক্সার্সের বিপক্ষে করেছিলেন হাফসেঞ্চুরি (৫১*)। শনিবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচেও দারুণ খেলেছেন। ২৩ বলে করেছেন ৩৬ রান। তার এই ব্যাটিং দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্যামি। শিগগিরই জাকিরকে জাতীয় দলে দেখতে চান এই ক্যারিবিয়ান কিংবদন্তি।

টি-টুয়েন্টি ক্রিকেটে এখনও তেমন পাওয়ার হিটার খুঁজে পায়নি বাংলাদেশ। তাই এই সংস্করণে এখনও অনেকটা সাদামাটা দল টাইগাররা। ঠিক এই জায়গাটায় জাকিরের মাঝে অপার সম্ভাবনা দেখছেন স্যামি। 

অনুশীলনেই তার ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছিলেন রাজশাহী অধিনায়ক, ‘জাকিরকে অনুশীলনে যেমন দেখেছি, তাতে তার পারফরম্যান্সে আমি অবাক নই। সে আমাদের জন্য চমক জাগানিয়া এক পারফর্মার। সে ভয়-ডরহীন ক্রিকেট খেলছে। আমি ব্যাটসম্যানদের এমন ক্রিকেট খেলার কথাই বলেছি। আমি তাকে ভবিষ্যতে মূল বাংলাদেশ দলে দেখতে চাই।’ 

মিরপুরে শনিবারের ম্যাচের পর স্যামি জানিয়ে গেলেন এই কথা।
বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটের আবিস্কার জাকির। ঘরের মাঠে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে সেমি-ফাইনালে তুলতে রেখেছিলেন দারুণ ভূমিকা। এরপর হাই পারফরম্যান্স (এইচপি) এবং 'এ' দলের হয়ে খেলেছেন।

চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচেই সিলেট সিক্সার্সের বিপক্ষে হার না মানা ৫১ রানের ইনিংসে ম্যান অব ম্যাচ হয়েছিলেন। পরের ম্যাচেও ব্যাট চালালেন দারুণ, তাও ঢাকার মতো দলের বিপক্ষে। 

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ