ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের পিঠে চেয়ারম্যান, ফেসবুকে নিন্দার ঝড়


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০১৭, ০৫:৪৩ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১১:৪৩ এএম
শিক্ষার্থীদের পিঠে চেয়ারম্যান, ফেসবুকে নিন্দার ঝড়

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ‘শিক্ষার্থীদের পিঠে চড়া’ এক জনপ্রতিনিধির ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’সহ সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।  

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে ঘটনাটি ঘটে।

গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী।

বিগত বছরের মতো এবারও ক্রীড়া অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করে।  এবার ডিসপ্লে প্রদর্শনকালে মানবসৃষ্ট পদ্মা সেতু তৈরি করা হয়।  আর এ সময়ে শিক্ষার্থীদের পিঠে চড়ে জুতা পায়ে হেঁটে বিতর্কিত হয়েছেন জনপ্রতিনিধি মো. নূর হোসেন পাটওয়ারী।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা পদ্মাসেতু তৈরি করলে তাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুতা পায়ে শিক্ষার্থীদের পিঠে ওঠেন।

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনকালে শিক্ষার্থীদের পিঠে চড়ে কিছুদূর হাঁটেন জনপ্রতিনিধি নূর হোসেন পাটওয়ারী।  সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ শিক্ষার্থীদের পিঠে চড়ার ছবিটি নিয়ে সমালোচনার ঝড় উঠে।  

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে-জনপ্রতিনিধি ও সুশীল সমাজ।  

হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজান পেদা বলেন, '‘উপজেলা চেয়ারম্যান এমন কাজ করেছেন শুনেই লজ্জা লাগছে।''

হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক আতিকুর রহমান আতিক বলেন, ‘'জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যান কান্ডহীন কাজ করছেন।  আমাদেরও লজ্জা লাগছে। ''
 
নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, তীব্র সমালোচনা হওয়া বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন।  তিনি বলেন, ''ছাত্ররা বলাতেই আমরা উপজেলা চেয়াম্যানকে মানবসেতুতে উঠতে বলেছিলাম। ''

শিক্ষার্থীদের মানবসৃষ্ট সেতুর ওপর দিয়ে জুতা পায়ে হেঁটে যাওয়ার কথা স্বীকার করেছেন এই জনপ্রতিনিধি।  তবে তা শিক্ষার্থীদের অনুরোধে বলে জানিয়েছেন।  

তিনি বলেন, '‘উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাকে ওদের ইভেন্টে অংশ নেয়ার জন্য বলেছে, আমিও তাই করেছি। ''
গো নিউজ২৪/এম

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল