ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শর্ট বলেই কপাল পুড়ছে ভারতীয় তারকা অলরাউন্ডারের!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৬:১৪ পিএম
শর্ট বলেই কপাল পুড়ছে ভারতীয় তারকা অলরাউন্ডারের!

নিশ্চিত আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার হাতে আর নতুন বল তুলে দেওয়ার সাহস দেখাবেন না ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। কারণ রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যে হারে শর্ট বল ফেলেছেন পাণ্ডে তাতে বেজায় ক্ষেপেছেন কোহলি ও কোচ কুম্বলে। 

যদিও ম্যাচটিতে জিতেছে বিরাট কোহলির ভারত। কিন্তু এই ম্যাচে বড় একটা ভুল করে বসেছেন ভারতের অলরাউন্ডার। আর সেই কারণেই তাঁর হাত থেকে নতুন বল কেড়ে নিতে চলেছেন কোহলি। 

রবিবার কিউয়িদের বিরুদ্ধে শর্ট বল করেছেন পাণ্ডে। তিনি যে লেন্থে বল করে থাকেন, ইংল্যান্ডে সেই লেন্থ একেবারেই চলবে না। দ্রুত যে তিনি লেন্থ বদলে ফেলবেন এমনটাও হওয়ার নয়। শুরুতেই ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। তাই কোহলি ও জাতীয় দলের কোচ অনিল কুম্বলের মাথাব্যথা বাড়িয়ে দিয়েছেন পাণ্ডে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত ‘এ’ দলের হয়ে খেলে নজর কেড়েছিলেন এই অলরাউন্ডার। তার পর থেকে নিজের খেলায় অনেকটাই উন্নতি ঘটিয়েছেন।

এই পর্যন্ত জাতীয় দলের হয়ে যে ক’টা ওয়ানডে ম্যাচে তিনি নেমেছেন, তার কোনওটিতেই কোটার দশ ওভার পূর্ণ করতে পারেননি পাণ্ডে। ব্যতিক্রম শুধু ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ। কলকাতায় অনুষ্ঠিত ওয়ানডেতে কোটার ১০ ওভার সম্পূর্ণ করেছিলেন তিনি। এর পেছনে অবশ্য কারণও রয়েছে। ইডেনের পিচ সিম বোলারদের সাহায্য করেছিল। বাকি ওয়ানডেগুলোতে কোহলি পাঁচ থেকে সাত ওভার বল দিয়েছিলেন পাণ্ডেকে। সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, চলতি বছরের ১৭টি আইপিএল ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা তাঁকে দিয়ে মাত্র ২৬ ওভার বল করিয়েছেন। অর্থাৎ ম্যাচ পিছু দু’ ওভারও নয়।

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ভাল বোলিং করতে পারেননি পাণ্ডে। ছ’ ওভার দেন ৪৯ রান।যার অধিকাংশই শর্ট বল। কোহলির হাতে রয়েছেন ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, উমেশ যাদবের মতো পেসার। এঁদের না দিয়ে কোহলি নিশ্চয় নতুন বল পাণ্ড্যর হাতে তুলে দেবেন না। ফলে বোঝাই যাচ্ছে, নিজেই নিজের সমস্যা বাড়িয়েছেন হার্দিক পাণ্ডে। 
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ