ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লিপস্টিক ব্যবহারে কেন বাড়ে আত্মবিশ্বাস?


গো নিউজ২৪ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: আগস্ট ৫, ২০১৭, ১২:৫১ পিএম
লিপস্টিক ব্যবহারে কেন বাড়ে আত্মবিশ্বাস?

লিপস্টিক হচ্ছে এক প্রকার প্রসাধনী দ্রব্য। যা ঠোঁটকে আরও আকর্ষণীয়, মোহময়ী করে তোলে। এককথায় বলা যেতে পারে লিপস্টিক ঠোঁটের অলংকার। যখনি আমরা মেকআপ করি, লিপস্টিকটি সব সময় আমদের তালিকাভুক্ত থাকে। লিপস্টিক দিয়ে ঠোঁটটিকে রাঙ্গানোর মাধ্যমেই আমরা মেকআপের সমাপ্তি টানি। আমরা সবসময়ই চেষ্টা করি পোশাকের সাথে মিল রেখে মানানসই কোনো রঙে ঠোঁটটিকে রাঙ্গাতে। কারণ লিপস্টিক ব্যবহারের কারণে নারীদের আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্ব উন্নত হয়। 

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনটাই দাবি করেছেন। তাদের মতে, ‘‌লিপস্টিক এফেক্ট’‌–এ আত্মবিশ্বাস, আচরণ ও ব্যক্তিত্ব উন্নত হয়।

কয়েকজন যুবতীকে তিনটি দলে ভাগ করে তাদের কাছ থেকে সাধারণ মনোবিজ্ঞানের বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। পরীক্ষার আগে একটি দলকে লিপস্টিক-সহ প্রসাধন করতে বলা হয়। অন্য দলকে বলা হয় গান শুনতে। আর শেষ দলকে বলা হয় ছবি দেখে মেয়েদের মতো মেকআপ করতে।

একটি দলের পড়ুয়াদের ভালো গান শোনানো হয় এবং তৃতীয় দলকে বলা হয় মানুষের মুখ আঁকতে। সেরা ফল করেন লিপস্টিক-সহ প্রসাধন করা পড়ুয়ারা। যে দলের সদস্যরা গান শুনেছিলেন, তাদের পরীক্ষার ফল ভালো হয়। তবে সেরা ফল করেন মেকআপ করা ছাত্রীরা। 

গবেষকদের দাবি, লিপস্টিক পরলে নারীদের মনে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তারা নিজেদের আরও আকর্ষণীয় মনে করেন। এর ফলে তাদের আত্মবিশ্বাসও বাড়ে। একই সঙ্গে তাদের পড়াশোনাও ভালো হয়।

গো নিউজ২৪/এমবি

লাইফস্টাইল বিভাগের আরো খবর
বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন