ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

র‌্যাঙ্কিংয়ের চূড়ায় সাকিব, পিছিয়ে পড়লেন জাদেজা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৭, ০৬:৫৬ পিএম
র‌্যাঙ্কিংয়ের চূড়ায় সাকিব, পিছিয়ে পড়লেন জাদেজা

আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন বাংলাদেশে জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব এবং বাংলাদেশি সমর্থকদের জন্য আরও স্বস্তির সংবাদ হলো- অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রবীন্দ্র জাদেজা আরো পিছিয়ে পড়েছেন। এদিকে কলকাতা টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরি করা বিরাট কোহলির ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।

কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পঞ্চম ও শেষ দিন হার না মানা সেঞ্চুরি করেন কোহলি। ক্যারিয়ারের ১৮তম টেস্ট সেঞ্চুরি করা বিরাট এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে ওঠে এসেছেন।

সাকিব টেস্ট খেলার বাইরে থাকায় কলকাতা টেস্টেই তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল জাদেজার সামনে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে উইকেটশূন্য থাকায় এবং ব্যাট হাতে মাত্র ২৯ রান করায় উল্টো ২১ পয়েন্ট হারিয়েছেন জাদেজা। ফলে সাকিবের সঙ্গে ভারতীয় অলরাউন্ডারের পয়েন্ট ব্যবধান বেড়েছে।

সর্বোচ্চ ৪৩৮ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় রয়েছেন সাকিব। ৪০৯ পয়েন্ট নিয়ে জাদেজার অবস্থান দুইয়ে। তিনে থাকা বেন স্টোকসের পয়েন্ট ৩৯৬।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কোহলি সোমবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি হাঁকান। যে কারণে র‌্যাঙ্কিংয়ে তার উন্নতি ঘটে। অন্যদিকে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান দুই ধাপ এগিয়ে ২৮ নম্বরে ওঠে এসেছেন।

ভারতীয় বোলারদের মধ্যে উন্নতি হয়েছে ভুবনেশ্বর কুমারের। আট ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা ২৯ নম্বরে র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন ভুবি। অন্যদিকে আরেক ভারতীয় পেসার মোহাম্মদ শামি এক ধাপ এগিয়ে ১৮ নম্বরে ওঠে এসেছেন। বাজে বোলিংয়ের কারণে জাদেজা এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন।

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ