ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

`রোহিঙ্গারা যতদিন থাকবে, ততদিন স্বাস্থ্য সেবা নিশ্চিত‍‍`


গো নিউজ২৪ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৭, ০৯:৩৫ পিএম
`রোহিঙ্গারা যতদিন থাকবে, ততদিন স্বাস্থ্য সেবা নিশ্চিত‍‍`

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সব সময় প্রস্তুত রয়েছে সরকার। শুরু থেকে প্রধানমন্ত্রী এসব নির্যাতিত রোহিঙ্গাদের পাশে রয়েছে। রোহিঙ্গাদের পাশাপাশি শিশুদেরও বিভিন্ন টিকা ও অপুষ্টিজনিত টিকা ও খাদ্য সামগ্রী নিশ্চিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে কমসূচী পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।

পরিদর্শনের সময় মন্ত্রী আরো বলেন, রোহিঙ্গা শিশুদের অপুষ্টি ও স্বাস্থ্যহানি থেকে রক্ষা করতে নিউট্রিশন এ্যাকশান সপ্তাহ শুরু করেছে সরকার। গতকাল ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কমসূচী চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
 
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক আরো বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গার মধ্যে প্রায় ৫৯ ভাগই শিশু। আর এসব শিশুর মধ্যে ২৬ ভাগ ভূগছে অপুষ্টিতে। তার মধ্যে সাড়ে ৭ ভাগ মারাত্বক পুষ্টিহীনতায় ভূগছে। ৬মাস থেকে ৫৯ মাস বয়সী এসব শিশুদের গতকাল থেকে ভিটামিন-এ ক্যাপসুল ও কৃমিনাশক ঔষধ খাওয়ানো হচ্ছে। সপ্তাব্যাপি চলবে এই কার্যক্রম।

এসময় তিনি বলেন, প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সব রকমের মানবিক সহায়তা দিচ্ছে সরকার। এ পর্যন্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে কোন রোহিঙ্গা মৃত্যুবরণ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি মানষিকভাবে বিপর্যস্থ রোহিঙ্গাদের সুস্থ্য করে তুলতেও নানা কাযক্রম শুরু করেছে সরকার।

যতোদিন রোহিঙ্গারা বাংলাদেশে থাকে, ততোদিন সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসেবা দেয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যেতে আন্তজাতিক মহলকে ভ‚মিকা রাখতে হবে। অন্যতম সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের এই ভার বেশিদিন বহন করা সম্ভব হবে না।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগী পরিচালন ডা: মুজিবুল হক, কক্সবাজার সিভিল সার্জন ডা: আব্দুস সালাম সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

গোনিউজ২৪/কেআর

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়