ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিকল্প নেই: কপি আনান


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৭, ১২:১০ পিএম
রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার বিকল্প নেই: কপি আনান

আনান কমিশনের প্রধান ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার কোনো বিকল্প নেই। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।  চলমান রোহিঙ্গা সংকট নিয়ে শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে বসে নিরাপত্তা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে থাকা নয় তাদের মিয়ানমারের রাখাইনে নিজেদের বসতবাড়িতে ফেরত যাওয়া নিশ্চিতের ওপর জোর দেন সাবেক মহাসচিব কফি আনান। বৈঠকে আনান কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাখাইনে স্থিতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশমালার পূর্ণ বাস্তবায়নে সমর্থন দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ সদর দফতরের ইকোসক চেম্বারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আরিয়া ফর্মুলা সভায় এই সমর্থন জ্ঞাপন করা হয়।

কফি আনান জানান, বৈঠকে আমরা একমত হয়েছি যে, রাখাইনে সহিংসতা বন্ধ, মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর মত বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে বাংলাদেশে যেসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তাদের ফিরে যাওয়া নিশ্চিত করতে হবে। আমি জানি বিষয়টি মোটেই সহজ হবে না। এজন্য প্রথমেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের মিয়ানমারে ফিরে গিয়ে নতুন করে জীবন ধারণের সুযোগ করে দিতে হবে।

এদিকে জাতিসংঘে ফরাসি দূত ফ্রন্সোয়া দিলেত জানান, মিয়ানমারের পরিস্থিতি নিঃসন্দেহে গুরুতর। ৫ লাখ ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত, কয়েকশো গ্রাম নিশ্চিহ্ন করা হয়েছে, পরিকল্পিতভাবে চলছে মানবাধিকার লঙ্ঘন। আর জাতিগত নির্মূল অভিযানের এসব কিছুই হচ্ছে বিশ্ব নেতৃবৃন্দের চোখের সামনেই।

তিনি বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিরাপত্তা ও দ্বিপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা রক্ষা করার বিষয়ে জোর দিয়ে বলেন, এই সুসম্পর্ক ও সহযোগিতার মাধ্যমে উভয় দেশই লাভবান হবে। কফি আনান রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের আন্তঃসম্প্রদায়ের মধ্যে সংলাপ ও সমঝোতার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

গো নিউজ২৪/এসআর

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও