ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেবালোসের জোড়া গোলে রিয়ালের জয়, ব্যর্থ রোনালদো


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১১:২৪ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০২:৪৩ এএম
সেবালোসের জোড়া গোলে রিয়ালের জয়, ব্যর্থ রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো-রামোস-ইসকোদের দিনে পাদপ্রদীপের সবটুকু আলো কেড়ে নিয়েছেন তরুণ তুর্কি স্প্যানিশ ফুটবলার  রিয়ালকে জয়ের ধারায় ফিরিয়েছেন এমন একজন, যিনি সদ্যই পা ফেলেছেন লস ব্লাঙ্কোস শিবিরে। ১৬ মিলিয়নে রিয়ালে ঢুকে ৫০০ মিলিয়ন ইউরোর খেলোয়াড় বনে যাওয়া দানি সেবালোসের জোড়া গোলে দেপার্টিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এই জয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রিয়াল। নিজেদের আগের ম্যাচে লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ০-১ গোলে হারতে হয়েছিল জিদানের দলকে।

শনিবার আলাভেসের মাঠে গোল পেতে রিয়ালের অপেক্ষাটা ছিল মাত্র ১০ মিনিটের। মার্কো আসেনসিওর পাস থেকে দানি সেবালোসের ২০ গজ দূর থেকে নেয়া বুলেট গতির শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি স্বাগতিক গোলরক্ষক। রিয়ালের জার্সি গায়ে সেবালোসের এটিই প্রথম গোল।

৩৪ মিনিটে দ্বিতীয় গোলের বন্দোবস্তটা প্রায় সেরেই ফেলেছিলেন সেবালোস। কর্নার থেকে তার মাথা ছোঁয়া বল ঝাঁপিয়ে পড়ে কোনমতে ঠেকিয়ে দেন আলাভেস গোলরক্ষক।

ম্যাচের ৪০ মিনিটে রিয়াল শিবিরকে স্তম্ভিত করে দিয়ে সমতা ফেরায় আলাভেস। ডানপ্রান্ত থেকে বার্সার সাবেক ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদির ক্রসে দুরন্ত গতিতে মাথা দিয়ে রিয়ালের জালে বল জড়িয়ে দেন মানু গার্সিয়া।

তিন মিনিট পরে ফের এগিয়ে যায় রিয়াল। ৪৩ মিনিটে রোনালদোর গোলমুখী শট আলাভেস গোলরক্ষক ফিরিয়ে দিলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। ফিরতি বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দলের এবং ব্যক্তিগত জোড়া গোল পূরণ করেন মিডফিল্ডার দানি সেবালোস।

বিরতি থেকে ফিরে আলাভেসের গোলমুখে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ৬২ মিনিটে রোনালদোর শট গোলবারে লেগে ফিরলে নতুন মৌসুমে গোলছাড়াই থাকতে হয় সিআর সেভেনকে। ৬৪ মিনিটে বল জালে পাঠিয়েও অফসাইডের কারণে আরেকবার বঞ্চিত থেকে যান তিনি।

ম্যাচের সেরা সুযোগ হাতছাড়া করেছেন সার্জিও রামোস। ৭৩ মিনিটে গোলরক্ষকবিহীন ফাঁকা বার পেয়েও উপর দিয়ে মারেন রিয়াল অধিনায়ক!

ভাগ্যকে দুষতে পারে আলাভেসও। ৭০ এবং ৭৭ মিনিটে দুদফা দুটি শট বারে লেগে ফিরলে ‘ড্র’র স্বপ্ন স্বপ্নই থেকে যায় তাদের কাছে।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ