ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোনালদোর চোখে এবারের ব্যালন ডি’অর প্রতিদ্বন্দ্বী যারা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১১:৫৬ এএম
রোনালদোর চোখে এবারের ব্যালন ডি’অর প্রতিদ্বন্দ্বী যারা

রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। আবার জিতেছেন স্প্যানিশ লা লিগাও। বড় দুটি শিরোপা জয়ের পর ব্যালন ডি'অর জয়ের দৌড়ে এগিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। এটা বলার অপেক্ষা রাখে না।

তবে ভোটাভুটির ব্যাপারটাও থেকে যায়। সেক্ষেত্রে ব্যালন ডি'অর জয়ে লড়াইটা হবে কাদের মধ্যে? এমন প্রশ্নই ফুটবলপ্রেমীদের। দৌড়ে এগিয়ে থাকা রোনালদো কী ভাবছেন? তিনি এবার চার ফুটবলারের সঙ্গে নিজের লড়াইটা দেখছেন।

সেই চার ফুটবলার কারা? বার্সেলোনার দুই তারকা- লিওনেল মেসি ও নেইমার, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোস্কি, আর জুভেন্টাস স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন। ব্যালন ডি'অর লড়াইয়ে এই চার প্রতিদ্বন্দ্বীকে দেখছেন রোনালদো।

গতবছর বড় দুটি শিরোপা জেতা ক্রিস্তিয়ানো রোনালদো পেয়েছিলেন ব্যালন ডি’অর। বছর জুড়ে ব্যক্তিগত দারুণ পারফরম্যান্স এবং ক্লাব ও জাতীয় দলের হয়ে সাফল্যের মুকুট পরা পর্তুগিজ ফরোয়ার্ড চতুর্থবারের মতো বর্ষসেরা ফুটবলারের সম্মান পেয়েছেন প্রবল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লিওনেল মেসিকে হারিয়ে।

বিশ্বজুড়ে ১৭৩ জন সাংবাদিকদের ভোটে সবাইকে পিছনে ফেলে পুরস্কারটি জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা।

এর আগে ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন ৩১ বছর বয়সী রোনালদো।

তবে এবারও মেসির সঙ্গে লড়াইটা বেশি হবে। স্বীকার করে রোনালদো বলেন, ‘অবশ্যই সব সময়ই দুজনের মধ্যে (আমি এবং মেসি) লড়াইটা হয়ে আসছে। এবারও হয়তো...। তবে আমি মনে করি, লড়াইয়ে থাকছে নেইমার, লেভানদোস্কি, হিগুয়াইনও।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ