ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোনালদো বললেন আর সম্ভব না, কিন্তু জিদান বলে অন্য কথা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৮:১১ পিএম
রোনালদো বললেন আর সম্ভব না, কিন্তু জিদান বলে অন্য কথা

চলতি মৌসুমে খারাপ শুরুর ধারাবাহিকতা ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। এবার অবশ্য তাদের প্রতিপক্ষ ছিলো নগর প্রতিদ্বন্দ্বী শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে ম্যাচ শেষে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। এ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনা থেকে লিগে ১০ পয়েন্ট পিছিয়ে গেল রিয়াল-অ্যাতলেটিকো দু’দলই। 

শনিবার অ্যাতলেটিকোর নতুন মাঠ স্তাদিও ওয়ান্ডা মেট্টোপলিটানোতে আতিথিয়েতা নিতে যায় রিয়াল। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেননি রোনালদো-বেনজেমারা। বরং বেশ কয়েকবার গোল হজম করার সম্ভাবনা তৈরি হয়েছিলো।

এদিন ম্যাচের প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও দু’দলের আক্রমণ গোলমুখে হতে থাকে। কিন্তু বেশ কয়েকটি ভালো সুযোগ থেকে বঞ্চিত হয় গ্যালাকটিকোরা। পাশাপাশি স্বাগতিকরা দুর্দান্ত খেললেও জালের দেখা পায়নি। 

এই ড্রয়ের ফলে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে পড়ে রিয়াল। গুঞ্জন বের হয়, ক্রিস্টিয়ানো রোনালদো নাকি এই অসম ব্যবধানের ফলে লা লিগার শিরোপার আশা ছেড়ে দিয়েছেন।

কাতালান ক্রীড়া দৈনিক ডন ব্যালন এমনটাই দাবি করেছে। অবশ্য ইতিহাস কিন্তু রিয়ালের বিপক্ষেই কথা বলছে। স্পেনের শীর্ষ লিগে এর আগে কোনো দল এত ব্যবধান ঘুচিয়ে শিরোপা জিততে পারেনি।

লা লিগায় রিয়াল মাদ্রিদের মতো রোনালদোও বাজে সময় পার করছেন। এখন পর্যন্ত ৮টি ম্যাচে খেলে গোল করতে পেরেছেন মাত্র একটি। ডন ব্যালনের দাবি, রোনালদো নাকি সতীর্থদের জানিয়েছেন লা লিগার শিরোপার আশা দেখছেন না তিনি।

তবে এখনো আশায় বসতি গড়ছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচ এখনো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন, 'এটি অনতিক্রম্য নয়। আমি নিশ্চিত বার্সা পয়েন্ট হারাবে। 

আমাদের শুধু নিজেদের কাজটা করে যেতে হবে এবং এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন দেখবেন (পার্থক্যটা) ১০ পয়েন্টের তখন সেটি অনেক বেশিই মনে হবে। তবে এটির পরিবর্তন ঘটবে। আমি নিশ্চিত, আমরা ব্যবধান কমিয়ে আনতে পারবো।'

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ