ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেল নিয়োগে দুর্নীতি: মৃধাসহ তিনজনের ৪ বছরের কারাদণ্ড


গো নিউজ২৪ | চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০১:৪২ পিএম আপডেট: এপ্রিল ২৭, ২০১৭, ০৭:৫৫ এএম
রেল নিয়োগে দুর্নীতি: মৃধাসহ তিনজনের ৪ বছরের কারাদণ্ড

অনিয়ম ও দুর্নীতির দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তিনজনকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 
  
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইউসুফ আলী মৃধা, জ্যেষ্ঠ ওয়েলফেয়ার অফিসার (বরখাস্ত) গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী (বরখাস্ত) হাফিজুর রহমান। মামলা দুটি হল- সহকারী কেমিস্ট এবং ফুয়েল চেকার পদে নিয়োগ দুর্নীতি। 

দুই মামলায় কারাদণ্ড ছাড়া তিন আসামির প্রত্যককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণ না হওয়ায় দুই মামলায় পাঁচজন আসামিকে খালাস দেয়া হয়েছে।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মৃধার বিরুদ্ধে ১৪টি মামলা হয়। তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ আগস্ট ফুয়েল চেকার পদে এবং ১৮ আগস্ট সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। ২০১৪ সালের ৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করলে মৃধাকে কারাগারে পাঠানো হয়।

বিভাগীয় বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন জানান, দুই মামলার ১৮ জনের সাক্ষ্যগ্রহণের পর বুধবার যুক্তিতর্কও শেষ হয়। যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণার সময় নির্ধারণ করেন। নির্ধারিত দিনে আদালত মৃধাসহ তিন কর্মকর্তাকে চার বছর করে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় মৃধাসহ মামলার পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।


গো নিউজ২৪/এএইচ

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড