ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেকর্ডের পর রেকর্ড গড়লেও পাঁচ কারণে শচিনকে ছুঁতে পারবেন না কোহলি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৭, ০৭:২৫ পিএম
রেকর্ডের পর রেকর্ড গড়লেও পাঁচ কারণে শচিনকে ছুঁতে পারবেন না কোহলি

ক্রিকেট রাজ্যে রাজা কে? তা নিয়ে রোজই চলছে কথার যুদ্ধ। তবে ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক শচিন জানিয়ে দিলেন সাম্প্রতিক এই ঘটনাই।

শচিন না কোহলি! সেরা ব্যাট কে, তর্ক বেশ কিছুদিন আগে থেকেই চলছে। বর্তমান ক্রিকেট বিশ্বের একচ্ছত্র সম্রাট বিরাট কোহলি। মাত্র কয়েক বছর আন্তর্জার্তিক ক্রিকেট খেলেই ৪৫টি শতরানের মালিক হয়ে গিয়েছেন কোহলি। সচিন দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে আবার একশো শতরানের অধিকারী। তবে সাম্প্রতিক গবেষণা জানাচ্ছে, ঝুড়ি ঝুড়ি রান করলেও, শচিনকে কোনোদিন কোহলির পেরিয়ে যাওয়া সম্ভব নয়।

কোহলি কেন কোনোদিন শচিনকে পেরোতে পারবেন না এই পাঁচ কারণে!

১) পিচ ক্রিকেট খেলায় পিচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে বোলাররা নয়, দর্শকদের মনোরঞ্জনের জন্য ব্যাটিং সহায়ক উইকেট বানানো হয়।
২) সাম্প্রতিক অতীতে ক্রিকেট বিশ্ব কাঁপাতেন ব্রেট লি, ওয়াসিম আক্রাম, শোয়েব আখতারের মতো বিধ্বংসী কুশলী বোলাররা। এখন সেই মানের বোলার কোথায়?
৩) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ব্যাটসম্যানদের কথা ভেবেই নিয়ম নীতি বানাচ্ছে সম্প্রতি। যেমন ওভারে একটির বেশি বাউন্সার না দেয়া, ত্রিশ গজ বৃত্তের বাইরে চার জনের বেশি ফিল্ডার না রাখা, ইত্যাদি। এতে সুবিধে হয়েছে ব্যাটসম্যানদের।
৪) বর্তমানে খেলোয়াররা আগের চেয়ে বেশি সুযোগ সুবিধা পান। তাদের দক্ষতা ও ফিটনেস উন্নতির জন্য রয়েছে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। কম্পিউটারে বোলারদের দুর্বলতা নিয়ে চুল চেরা ভিডিও বিশ্লেষণ করা হয়। বোলারদের দুর্বলতা এতে আরও বেশি প্রকট হয়েছে।
৫)আইপিএল, বিগ ব্যাশ, বিপিএলের মত বিভিন্ন টি টোয়েন্টি লিগে খেলার জন্য বিশাল পরিমাণ অর্থ পাওয়া যায় বর্তমানে। এসব আসরে খেলোয়াররা অনেক টাকা আয় করেন। ক্রমাগত এই সমস্ত টুর্নামেন্টের খেলার জন্য কোহলিরা নিজেদের ফিটনেস দক্ষতার তুঙ্গে রাখেন। অতীতে ফিটনেস সর্বস্ব ক্রিকেট ছিল না। তাই যতই রান করুন না কোহলিরা, শচিনের শ্রেষ্ঠত্ব ছাপিয়ে যাওয়া সম্ভব নয়।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ