ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়েও ভারতের কাছে হারলো ইংল্যান্ড


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০১৭, ১০:৩১ পিএম
রেকর্ড গড়েও ভারতের কাছে হারলো ইংল্যান্ড

ভারতের মাটিতে সর্বোচ্চ ওয়ান ডে রানের রেকর্ড গড়েও জয় পেল না ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার ইংল্যান্ডের ৩৫০/৭ রানের চ্যালেঞ্জিং স্কোর  ছুড়ে দেয়ার জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলি ও কেদার যাদবের দুর্দান্ত সেঞ্চুরিতে ৪৮.১ ওভারেই ছক্কা মেরে ভারতকে জয় এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। 

অধিনায়কের আসনে অভিষেকেই সেঞ্চুরি তুলে নিলেন বিরাট কোহলি। ১২২(১০৫) রানের ইনিংসটি সাজিয়েছেন তিনি ৫টি ছয় ও ৮টি চারের মাধ্যমে। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। ঝড়ো সেঞ্চুরি তুলে নিলেন আরেক ব্যাটসম্যান কেদার যাদব ১২০(৭৬)। ৪টি ছয় ও ১২টি চার হাকিয়েছেন তিনি। লোকেশ রাহুল ৮(১৮), ধাওয়ান ১(১০), যুবরাজ ১৫(১২), ধোনি ৬(৬), হার্দিক পাণ্ড্য ৪০*(৩৭), জাদেজা ১৩(১৫) ও অশ্বিন ১৫*(১০) রান করেন। অতিরিক্ত থেকে এসেছে ১৬ রান।   

কেদার যাদব

ইংল্যান্ডের হয়ে জ্যাক বল ৩টি এবং ড্যাভিড উইলি ও বেন স্টোকস ২ টি করে উইকেট পেয়েছেন।         

প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান জ্যাসন রয় ও অ্যালেক্স হেলস দারুন শুরু করেছিলেন। দলীয় ৩৯ রানে অ্যালেক্স হেলসকে (৯) বুম্রা রান আউট করে ফিরিয়ে দেন। জাদেজার বলে জ্যাসন রয়কে (৭৩) স্ট্যাম্পিং করেন ধোনি। রুট ৭৮(৯৫), মরগান ২৮(২৬), বাটলার ৩১(৩৬), স্টোকস ৬২(৪০), মইন আলী ২৮(১৭),ক্রিস ওকস ৯*(৬) ও উইলি ১০*(৫) রান করেছেন। অতিরিক্ত থেকে ২২ রান এসেছে। 

ভারতের হয়ে হার্দিক পান্ড্য ও জাস্প্রিত বুম্রা ২টি এবং রবীন্দ্র জাদেজা ও উমেশ জাদোভ ১টি করে উইকেট পেয়েছেন।

জবাবে ৩৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেটে ভারতের সংগ্রহ ৪২ রান (৮ ওভার)। বিরাট কোহলি ১৮*(১৬) ও যুবরাজ সিং ১০*(৭) রানে ব্যাট করছেন। শিখর ধাওয়ান ৮(১৮) ও লোকেশ রাহুল ১(১০) রানে আউট হয়ে ফিরে গেছেন।

ইংল্যান্ড একাদশ
এ্যালেক্স হেলস, জেসন রয়, জো রুট, ইয়ন মর্গান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি, জেক বল।

ভারত একাদশ
শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি(উইকেটরক্ষক), যুবরাজ সিং, কেদার যাদব, হার্দিক পান্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাস্প্রিত বুম্রা, উমেশ যাদব। 

গো নিউজ২৪/এএফ 
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ