ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘রিয়াল মাদ্রিদকে থামাতে গোলপোস্টের সামনে তিনটি বাস রাখা হবে’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৭, ০১:৫৮ পিএম আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৭, ০৭:৫৮ এএম
‘রিয়াল মাদ্রিদকে থামাতে গোলপোস্টের সামনে তিনটি বাস রাখা হবে’

গেল মৌসুমটা যেন রিয়াল মাদ্রিদময়। বছরের প্রায় সব ট্রফিই ঘরে তুলেছে দলটি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা এবং স্প্যানিশ সুপার কাপ। ক্রিস্টিয়ানো রোনালদোর এই সোনার মৌসুম আরও ভালভাবে শেষ হতে পারে বছরের শেষ ট্রফিটা ঘরে এলে। সেই লক্ষ্যে বুধবার রাত ১১টায় ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে আবুধাবিতে আল জাজিরা ক্লাবের মুখোমুখি হচ্ছে রিয়াল।

রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে স্প্যানিশ জায়ান্টদের মাঠের পারফরম্যান্স। একদিন প্রতিপক্ষকে বিধ্বস্ত করছে তো পরের দিন পুঁচকে দলের সঙ্গে হেরে বসে আছে।

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যাবে রিয়ালের বর্তমান অবস্থা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে আছে ৮ পয়েন্টের ব্যবধানে। আবার চ্যাম্পিয়ন্স লিগেও মিলেছে অস্বস্তিকর সংবাদ। 

টটেনহ্যামের পেছনে থেকে নকআউট পর্বে যাওয়ায় সেখানে লড়তে হবে নেইমার-এমবাপ্পেদের নিয়ে গড়া প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে। তবে গুরুত্বপূর্ণ এ সময়ে আরো একটি শিরোপা জয় হয়তো নতুন করে জাগিয়ে দিতে পারে রিয়ালের শিরোপা ক্ষুধা।

অবশ্য সর্বশেষ ম্যাচে স্বরূপে ফিরেছে রিয়াল। সেভিয়াকে বার্নাব্যুতে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে জিনেদিন জিদানের দল। আশার কথা, সে ম্যাচে জোড়া গোল করে লা লিগায় সেরা ছন্দে ফেরার আভাস দিয়েছেন সদ্য ব্যালন ডি’অর জেতা রোনালদো।

এর আগে মেসিকে পেছনে ফেলে গত মৌসুমের দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ফিফা বর্ষসেরা পুরস্কারের ট্রফিও নিজের করে নিয়েছেন ‘সিআরসেভেন’। সব মিলিয়ে মাঠের খেলায়ও পুরনো ছন্দের রোনালদোকে দেখা গেলে রিয়ালের বছরের পঞ্চম শিরোপা জয় কেবল সময়ের অপেক্ষামাত্র।

তবে এ ম্যাচের আগে রিয়ালকে দুশ্চিন্তায় ফেলতে পারে সার্জিও রামোসের কাফ ইনজুরি। আবুধাবিতে অনুশীলনের সময়ই এ চোট অনুভব করেন রামোস। তাই হয়তো আগামী ২৩ ডিসেম্বরের ‘এল ক্লাসিকো’ সামনে রেখে এ ম্যাচে নাও খেলানো হতে পারে রিয়াল অধিনায়ককে।

এ ম্যাচ সামনে রেখে সতর্ক রিয়াল কোচ জিদান বলেন, ‘এটা সহজ হবে না। গত বছরও এ ট্রফি জয়ের আগে আমাদের বেশকিছু সমস্যার মধ্যে যেতে হয়েছে। সহজ ম্যাচ বলে কিছু নেই। আমরা রিয়াল বলে শিরোপা জিতব এমন নয়, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছি, তাই কোনো অজুহাত চলবে না। যার বিপক্ষেই যা খেলি না কেন, ভালো করার জন্য সবকিছু করতে হবে।’

কোচ কিছুটা রক্ষণাত্মক হলেও রোনালদো কিন্তু বেশ আগ্রাসী। আবুধাবিতে আসার আগেই হুঙ্কার দিয়ে রেখেছিলেন, ‘আমরা আবুধাবিতে ঘুরতে যাচ্ছি না। যাচ্ছি আরও একটা ট্রফি জিততে।’

পরিস্থিতি যা, তাতে রিয়ালের কাছে সেটা বড় কিছু কঠিন কাজ হবে বলে মনে করছেন না ফুটবল বিশেষজ্ঞরা। আল জাজিরার কোচ তো বলেই দিয়েছেন, ‘রিয়াল মাদ্রিদকে থামাতে হলে আমাদের গোলের সামনে তিনটে বাস রাখতে হবে। মরিনহো এসে যদি দু’টো বাস রেখে যান, তা হলে আমাদের খুব উপকার হয়।’

গো নিউজ২৪/এসএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ