ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়াল প্রশ্নে ‘আতংবাজ’ নেইমার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৩, ২০১৭, ০৭:৩০ পিএম
রিয়াল প্রশ্নে ‘আতংবাজ’ নেইমার

রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয় নেইমার। এরপর থেকেই এই তারকাকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার জোর আলোচনা চলছে নেইমারকে ঘিরে। আর এ নিয়ে নেইমারকে প্রশ্ন করা হলে বেশ উত্তেজিত হয়ে ওঠেন তিনি। গণমাধ্যমের সঙ্গে কোন প্রকার কথা না বলেই স্থান ত্যাগ করেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। 

চলতি মাসের শুরুতে জোর গুঞ্জন বের হয়, রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ নেইমারের বাবার সঙ্গে বৈঠক করেছেন। ২০১৯ কিংবা ২০২০ সালেই নেইমারকে মাদ্রিদে নেয়ার পরিকল্পনা পেরেজের।

এদিকে রিয়াল তারকা সিআর সেভেন ফেব্রুয়ারিতে ৩৩-এ পা দেবেন। এই বয়সসীমায় এসে অনেকটা পারফরম্যান্সের ধারও অনেক কমে যাবে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। যে কারণে রোনালদোর বিকল্প হিসেবে নেইমারকেই সেরা জাদুকর হিসেবে দেখছে রিয়াল।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে সেল্টিককে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ম্যাচটিতে জোড়া গোল করেন নেইমার, কাভানিকে দিয়ে করিয়েছেন ১টি। খেলেছেনও দারুণ। ম্যাচের পর রিয়াল মাদ্রিদের প্রশ্নে বেশ উত্তেজিত হয়ে পড়েন নেইমার।

রিয়াল মাদ্রিদ প্রশ্নে আতংবাজি নেইমার রিপোর্টারকে 'অশ্রাব্য' ভাষায় গালি দিয়ে বলেন, '(গালির অংশটুকু ঊহ্য) আপনারা কথা বলার আর কোনো বিষয় পেলেন না।' এটা বলে গজরাতে গজরাতে স্থান ত্যাগ করেন নেইমার।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে দারুণ ছন্দে রয়েছেন নেইমার। এখন পর্যন্ত ১৪টি ম্যাচে ১৩টি গোল করার পাশাপাশি ১০টি গোলে অ্যাসিস্ট করেন তিনি।

গো নিউজ২৪/কাসা

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ