ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রায় নিয়ে আ.লীগ-বিএনপিতে উত্তাপ


গো নিউজ২৪ | পাপলু রহমান, নিউজরুম এডিটর প্রকাশিত: আগস্ট ২২, ২০১৭, ০৪:৪৯ পিএম আপডেট: আগস্ট ২২, ২০১৭, ১০:৪৯ এএম
রায় নিয়ে আ.লীগ-বিএনপিতে উত্তাপ

ঢাকা: সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার। কিন্তু সেই সংশোধনী বাতিলের মাধ্যমে সামরিক শাসনের সময় সংবিধানে আসা সুপ্রিম জডিশিয়াল কাউন্সিলের বিধান ফিরিয়ে আনার রায় দিয়েছেন আপিল বিভাগ।

চলতি অগাস্ট মাসের শুরুতে এ সংক্রান্ত রায় প্রকাশের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় পক্ষে বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা।

প্রধান বিচারপতি রায়ের পর্যবেক্ষণে দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন, যা নিয়ে তীব্র আপত্তি জানায় ক্ষমতাসীনরা।

রায়ের পর্যবেক্ষণে ‘বঙ্গবন্ধুকে কটাক্ষ ও অবমূল্যায়ন করা হয়েছে’ এমন অভিযোগ তুলে একদিকে আওয়ামী লীগ নেতারা প্রধান বিচারপতির কড়া সমালোচনা করেন। আর অন্যদিকে রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করে বিএনপি।

রায় নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা সমালোচনার মধ্যেই গত ২০ আগস্ট বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধি নিয়ে আপিল শুনানির সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) বলেন, ‘পাকিস্তানের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীকে অযোগ্য করেছেন। সেখানে কিছুই (আলোচনা-সমালোচনা) হয়নি। আমাদের আরো পরিপক্কতা দরকার।’

প্রধান বিচারপতি আরো বলেন, ‘আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি, যথেষ্ট ধৈর্য ধরছি। আজকে একজন কলামিস্টের লেখা পড়েছি। সেখানে ধৈর্যের কথা বলা আছে।’ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ করে এস কে সিনহা বলেন, ‘মিডিয়াতে অনেক কথা বলেন। কোর্টে এসে অন্য কথা বলেন।’

প্রধান বিচারপতির এ বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এ নিয়ে পরদিন ২১ অগাস্ট উপলক্ষে আওয়ামী লীগের আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মত ওই রায় নিয়ে প্রকাশ্যে কথা বলেন। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ‘অনেক অবান্তর কথা এবং স্ববিরোধী বক্তব্য’ সেখানে রয়েছে।

প্রধান বিচারপতির দিকে ইংগিত করে সরকারপ্রধান বলেন, ‘স্বাধীনতা ভালো, কিন্তু তা বালকের জন্য নয় বলে একটা কথা আছে। কাজেই ওই বালক সুলভ আচরণ আমরা আশা করি না।’

আবার একই দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী কাঠোর সমালোচনা করেন প্রধান বিচারপতির। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে তুলনা করায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ওই হুমকি আমাকে দিয়ে লাভ নেই। সব সহ্য করলেও পাকিস্তানের সঙ্গে তুলনা কিছুতেই সহ্য করা হবে না।’

এদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক অনুষ্ঠানে আলাল বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা সম্পূর্ণ অসাংবিধানিক কথা, অশোভন কথা এবং সকল আইন-কানুন-শিষ্ঠাচার বর্হিভূত কথা।’

বিএনপির এই যুগ্ম মহাসচিব প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অবিলম্বে এই কথা প্রত্যাহার করে বিচার বিভাগের কাছে যদি ক্ষমা না চান, আপনি অন্তত আপনার ভোটারদের কাছে মাফ চান। তা না হলে যে কাজ-কর্ম আপনার সরকারের নিচের লেভেল থেকে শুরু হয়েছে, তার চাইতে বেশি অশোভন কথা আপনি গতকালকে বলেছেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হক হানিফের বক্তব্যের প্রসঙ্গ টেনে আলাল বলেন, ‘হানিফ সাহেবের মাথা এতো গরম যে উনি প্রধান বিচারপতিকে বলেছেন পদত্যাগ করে মাঠে আসুন।’

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে দুই রাজনৈতিক দল ও সরকারের মধ্যে তীব্র উত্তাপের মধ্যেই মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো বিএনপি।

সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন, তারই প্রেক্ষাপটে বিএনপি জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গোনিউজ২৪/এন

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন