ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রামেক নির্মাণে রডের বদলে বাঁশ !


গো নিউজ২৪ প্রকাশিত: নভেম্বর ১, ২০১৬, ০৩:৩৬ পিএম
রামেক নির্মাণে রডের বদলে বাঁশ !

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের (রামেক) ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও ভবনটির নির্মাণকাজ প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছে।

গতকাল সোমবার বিকেলে ভবনের তৃতীয় তলায় ফ্লোরের প্লাস্টার উঠে গেলে বাঁশ দেখা যায়। বিষয়টি জানাজানি হলে তড়িঘড়ি করে ভাঙা অংশটি আবার প্লাস্টার করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় হাসপাতালজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ভবনটি উদ্বোধনের পর সেখানে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। চারটি ফ্লোরে রোগী, তাদের স্বজন, চিকিৎসক-নার্স, হাসপাতালের কর্মচারীসহ সব মিলিয়ে অন্তত এক হাজার মানুষ অবস্থান করছে। তবে ফ্লোরে বাঁশ ব্যবহারের খবর ছড়িয়ে পড়লে অবস্থানকারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।

গত ২০১২ সালের ১৭ জুলাই তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল আমিন উদ্বোধন করেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের এক হাজার শয্যার ভবনটি। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করা হয় পুরনো ভবনগুলোর মাঝখানে। অর্থাৎ হাসপাতালে ঢুকতেই হাতের ডান দিকে।

গতকাল সন্ধ্যায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটা আকৃতির বাঁশ কেটে সেখানে বাঁশের ফালা ব্যবহার করা হয়েছে রডের পরিবর্তে। প্লাস্টারের ওপর আবার পুরনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কাপড়ের নিচে সিমেন্ট আর বালু দিয়ে প্লাস্টার করা হয়েছে। প্লাস্টারের নিচে বাঁশের ওপর পত্রিকা বিছানো রয়েছে। যেন মেশানো সিমেন্ট ও বালু পড়ে না যায়।

 

 

গো-নিউজ২৪/ সিরাজী শাহরিন 

 

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল