ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাবি ছাত্রী অপহরণের ঘটনায় সাবেক স্বামীসহ দুইজন রিমাণ্ডে


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৭:৩৮ পিএম
রাবি ছাত্রী অপহরণের ঘটনায় সাবেক স্বামীসহ দুইজন রিমাণ্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে ওই ছাত্রীর সাবেক স্বামী, তার বাবা ও মাইক্রোবাস চালককে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় মতিহার থানা পুলিশ।

পরে বিকেলে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে-৩ শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম ওই ছাত্রীর সাবেক স্বামী সোহেল রানা ও মাইক্রোবাস চালক জাহিদুলের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সোহেল রানার বাবা জয়নাল আবেদীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারী পরীক্ষা শেষে অপহরণের শিকার ওই রাবি ছাত্রীকে আদালতে নেয়া হয়। পরে আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়। এতে ওই ছাত্রী বলেন সাবেক স্বামী তাকে জোরপূর্বক অপহরণ করেছিল।
 
বিষয়গুলো নিশ্চিত করে রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গোনিউজকে বলেন- আদালতে জবানবন্দি গ্রহণের পর ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে আদালতের নির্দেশে ওই ছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার সাবেক স্বামীসহ দুজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে এই ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রবিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার গোনিউজকে বলেন- বিবাহ বিচ্ছেদ ঠেকাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ওই ছাত্রীকে অপহরণ করেছিলেন তার সাবেক স্বামী। স্ত্রীকে জোরপূর্বক ডিভোর্স প্রত্যাহার করানোর জন্য তাকে তুলে নিয়ে ঢাকায় কাজী অফিসেও নিয়েছিলেন তিনি। সেখান থেকেই ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ কমিশনার বলেন, অপহরণকারী ওই ছাত্রীর স্বামী হলেও তাকে জোর করে উঠিয়ে নিয়ে যাওয়াটা অপরাধ। এছাড়া এই ব্যাপারে মামলাও হয়েছে। তাই পুলিশ তদন্তের স্বার্থে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিবে বলেও জানান মহানগর পুলিশ কমিশনার।

শনিবার দুপুরে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি কাজী অফিস থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অভিযুক্ত সাবেক স্বামী সোহেল রানাকেও গ্রেফতার করা হয়। এর আগে ঢাকা থেকে মাইক্রোবাস চালক জাহিদুল ও সোহেল রানার বাবা জয়নাল আবেদীনকে নওগাঁ থেকে আটক করে পুলিশ।

শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে সামনে থেকে মাইক্রোবাসে করে বাংলা বিভাগের ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছিল। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা ৬ জনের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।

গোনিউজ২৪/কেআর

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা