ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রান্না করা নিয়ে দ্বন্দ্ব, প্রেমিককে কুপিয়ে মারলো প্রেমিকা


গো নিউজ২৪ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ১১:১৮ এএম
রান্না করা নিয়ে দ্বন্দ্ব, প্রেমিককে কুপিয়ে মারলো প্রেমিকা

রাতের খাবার রান্না করবে কে- এ নিয়ে প্রেমিক-প্রেমিকার মধ্যে দ্বন্দ্ব শেষ পর্যন্ত ভয়াবহ আকার ধারণ করলো। দুইজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ৩০ বছর বয়সী প্রেমিককে কুপিয়ে হত্যা করেছে ২৮ বছরের প্রেমিকা।

শনিবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লির দক্ষিণাঞ্চলীয় উত্তম নগরে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নাইজেরীয় নাগরিক ইজু এবং তার প্রেমিকা এলভি উজুম্মা দিল্লিতেই থাকতেন। শনিবার রাতের খাবার রান্না করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে ইজুকে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি আঘাত করে উজুম্মা।

দিল্লি পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে। তাদের ভাষ্যমতে, শনিবার বিকেলে ইজুকে বাসায় আসার জন্য বলে উজুম্মা। এক পর্যায়ে রান্না করা নিয়ে হঠাৎ তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। প্রতিবেশীদের হস্তক্ষেপে প্রথমে দুইজন শান্ত হলেও তারা চলে যাওয়ার পর তাদের মধ্যে মারামারি শুরু হয়।

পুলিশকে উজুম্মা জানিয়েছেন, রাতের খাবার কে রান্না করবে- এ নিয়ে প্রথমে তাদের ঝগড়া শুরু হয়। ইজুই প্রথম ওই ঝগড়া শুরু করে বলে দাবি করেছেন তিনি। তাকে ভয় দেখাতে ছুরি হাতে নেন উজুম্মা। পরে ইজু তার ওপর হামলা করলে নিজের প্রেমিককে কয়েকবার ওই ছুরি দিয়ে আঘাত করেন এই নারী।

আঘাত করে নিজের কক্ষে দরজা বন্ধ করে বসে থাকেন উজুম্মা। তিনি বলেন, ‘আধাঘণ্টা পর আমি তার অবস্থা দেখার জন্য যাই। রক্তপাত দেখে ভয় পেয়ে যাই এবং বন্ধুদের ডাকি। সবাই মিলে ইজুকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

ইজু মারা গেছে জেনে উজুম্মা বাড়ি ফিরে এসে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। দরজা ভেঙে তারা ঘরে প্রবেশ করে। বাড়িটির কেয়ারটেকার বিজয় জানিয়েছেন, ‘কয়েক মাস ধরেই উজুম্মা এই বাড়িতে বাস করছিলেন। প্রায় তার প্রেমিক তাকে দেখতে আসতো।’

গো নিউজ২৪/ আরএস

আন্তর্জাতিক বিভাগের আরো খবর
বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

বাংলাদেশ-ভারত যাতায়াত সহজ করতে চালু হচ্ছে অন অ্যারাইভাল ভিসা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

পাকিস্তানের নির্বাচনে জিতে যাচ্ছে ইমরান খান-সমর্থিত স্বতন্ত্ররা

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

একসঙ্গে মরতে এসে সরে গেলেন প্রেমিকা, ট্রেনে কেটে প্রেমিকের মৃত্যু

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

তোশাখানা কী, চাঞ্চল্যকর যে মামলায় স্ত্রীসহ ফেঁসে গেলেন ইমরান খান

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

জাপানে ২৪ ঘণ্টায় ১৫৫টি ভূমিকম্পের আঘাত

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও

ডালিম দিয়ে তৈরি আফগানিস্তানের পানীয় বিশ্বজুড়ে আলোচনায়, কিনছে আমেরিকাও