ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রানা প্লাজার মালিক রানাসহ ১০জনের বিচার শুরু


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: মে ২১, ২০১৭, ০২:৪৫ পিএম আপডেট: মে ২১, ২০১৭, ০৮:৪৫ এএম
রানা প্লাজার মালিক রানাসহ ১০জনের বিচার শুরু

সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমান এ অভিযোগ গঠন করে আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাংগীর বলেন, রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এছাড়া ৬ জনকে এ মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হলো।

অভিযোগপত্রভুক্তরা হলেন সোহেল রানার বাবা আবদুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল রানা, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আবদুল মুত্তালিব।

অভিযোগপত্র থেকে যারা অব্যাহতি পেয়েছেন, তারা হলেন আলী খান, এ টি এম মাসুদ রেজা, সাজ্জাদ হোসেন, মর্জিনা বেগম, আবুল বাশার ও আমিনুল ইসলাম।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন নিহত হন। আহত হন ১ হাজার ৫২৪ জন। তাদের মধ্যে গুরুতর আহত হন ৮৪৪ জন। নিহত শ্রমিকদের মধ্যে লাশ শনাক্ত হয়নি ২৯১ জনের।


গো নিউজ২৪/এএইচ

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড