ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাতে মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৪:২১ পিএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৭, ১০:২১ এএম
রাতে মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ

ঘরের মাঠে দিল্লি-বধ। সেই সঙ্গে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করে ফেলা। সব মিলিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে কলকাতা নাইট রাইডার্স শিবির। শনিবার বিকেলেই হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন নাইটরা। 

আজ রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে তাই আগ্রাসী ক্রিকেটের বার্তাই দিয়ে রাখছেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর।

ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে দ্বৈরথের আগে সতীর্থ রবিন উথাপ্পাকে সহজাত আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাওয়ার কথাই বলেছেন গম্ভীর। 

টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়ে অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন দু’জনই। গম্ভীর ৯ ম্যাচে ৩৭৬ রান করে রয়েছেন তালিকার শীর্ষে। উথাপ্পা সমসংখ্যক ম্যাচে ৩৩১ রান করে তিন নম্বরে।

দেখুন দুই দলের সম্ভাব্য একাদশ-

হায়দরাবাদ একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মোয়েসেস হেনরিকস, যুবরাজ সিং, বেন কাটিং/ মোহাম্মদ নবী, দীপক হুদা, নামান ওঝা, বীপুল শর্মা, রশিদ খান/ মোস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা।

কলকাতা সম্ভাব্য একাদশ: গৌতম গম্ভীর, সুনিল নারাইন, রবিন উথাপ্পা, মনিশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদব, ইশংক জগ্বী, কলিন দ্য গ্র্যান্ডহোম, ক্রিস ওকস, নাথান কোল্টার-নিল/ সাকিব আল হাসান, উমেশ যাদব, কুলদীপ যাদব।

 
গো নিউজ২৪/এএইচ

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ