ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘রাজসাক্ষী হতে চাই, আমাকে কোর্টে তোলার ব্যবস্থা করেন’


গো নিউজ২৪ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৬:৩২ পিএম
‘রাজসাক্ষী হতে চাই, আমাকে কোর্টে তোলার ব্যবস্থা করেন’

ঢাকা: নীলা ভাবি, এই মেসেজটা শুধুই আপনার জন্য। কোর্টে যদি আমাকে না দেখেন তাহলে এই কেস(সালমান হত্যাাকণ্ড সংশ্লিষ্ট) বন্ধ করবেন না ভাবি। প্লিজ বন্ধ করবেন না। কোর্টে আমাকে নেয়ার ব্যবস্থা করেন। যেভাবেই হোক এটা করেন। আমি সালমান হত্যাকাণ্ডের রাজস্বাক্ষী হতে চাই।-শনিবার দুপুরে ফেসবুক লাইভে এসে এভাবেই কথা বলেন চিত্রনায়ক সালমান শাহ’র খুনের আট নম্বর আসামি ও আলোচিত নারী রুবি ইসলাম। মূলত এসব কথা তিনি সালমানের মা নীলা চৌধুরীকে উদ্দেশ্যে করে বলেন।

বেশ ক’দিন ধরেই আলোচনা সমালোচনায় তোলপাড় একুশ বছর আগে ঘটে যাওয়া সালমান শাহ’র মৃত্যুরহস্যটি। কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তা পাঠিয়ে সালমানের মৃত্যুরহস্যের বিষয়টি পুনরুজ্জীবিত করেন রুবি সুলতানা নামের এক রহস্যময় নারী। হঠাৎ ভিডিও বার্তায় তিনি সালমানকে খুন করা হয়েছে বলে দাবী করেন। যে ভিডিও বার্তাটি দেশজুড়ে ভাইরাল। আর এই ভিডিওবার্তাকে প্রমাণ হিসেবে ধরে সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবারকে সালমান হত্যার জন্য দায়ী করছেন মা নীলা চৌধুরী। আর এবার একই কায়দায় সেই নারীই ভিডিও বার্তায় নিজেকে সালমান হত্যার রাজস্বাক্ষী হতে চান বলে নীলা চৌধুরীর কাছে বার্তা পাঠালেন। 

গেল ৭ আগস্ট প্রথমবার ফেসবুকে এসে রুবি সুলতানা দাবী করেন, সালমান আত্মহত্যা করেনি। তাকে খুন করা হয়েছে। আর এই খুনের সঙ্গে সামিরা চৌধুরী ও তার পরিবার এবং রুবির চাইনিজ স্বামী ও নিজের ছোট ভাই রুমি সালমানকে খুন করে। তার এমন বক্তব্যের পর ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয় সালমান মুত্যুরহস্যটি। এরপর আগের বক্তব্যের দুই দিনের মাথায় নিজের অবস্থান থেকে সরে আসেন রুবি। এবং নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবী করেন। বলেন, সালমান হত্যা নিয়ে ভিডিও বার্তায় সেগুলো তার মনগড়া কাহিনী ছিলো। তবে এমন ঘটনার পর আবার নিজের অবস্থান পরিবর্তন করলেন এই নারী। এবারও তিনি সালমান খুন হয়েছেন দাবী করে, শিগগির তাকে দেশে আনার ব্যবস্থা করার অনুরোধ জানান নীলা চৌধুরীর কাছে। শুধু তাই না, আমেরিকায় তাকে মেরে ফেলারও নাকি পায়তারা করা হচ্ছে বলে শনিবার দুপুরে একটি ভিডও বার্তায় জানান রুবি।

নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রুবি সুলতানা ভিডিও বার্তায় বলেন, ভাবি, দয়া করে সরকারের সাথে যোগযোগ করেন। আমি রাজস্বাক্ষী হবো। কেউ যদি আমাকে মাথা খারাপ বলে, আপনি বিশ্বাস করুন ভাবি আমার একটুও মাথা খারাপ না। শুধু বেঁচে থাকার জন্য এসব বলতে হইছে আমার। কোনো উপায় ছিলো না। এখন আমার কাছ থেকে পাসপোর্ট, সিটিজেনশিপের কাগজ সবকিছু কেড়ে নেয়া হয়েছে। আমার কাছে এখন কিচ্ছু নাই ভাবি। আমি পুলিশের কাছেও যাইতে পারি না।  

এরপর তাকে সেখানে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে জানিয়ে নীলা চৌধুরীকে তিনি বলেন, ভাবি। আমাকে কিন্তু এখানে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। এমনভাবে মারতে চায় যে তারা প্রমাণ করতে পারে আমি সুইসাইড করেছি। আমি এই জিনিষটা থামাতে চাইছে। ভাবি, আপনি কিন্তু চুপ করে থাকিয়েন না। আমাকে যেভাবেই পারেন এখান থেকে নিয়ে যান। 

গো নিউজ/এমটিএল  

বিনোদন বিভাগের আরো খবর
বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

বুকটা ফেটে যায় কষ্টে: মাহিয়া মাহি

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া যেসব অভিনেত্রী

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

পরকীয়া এবং ফাঁদে পড়া নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

দেড় মাসে ওজন অনেকটা কমিয়ে ফেলেছেন শাবনূর

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

এই ফিটনেসে ভক্তদের খুশি করাতে পারবেন শাবনূর?

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী

কাজ নেই অথচ ঘন ঘন বিদেশ ভ্রমণ, এতো টাকা কোথায় পান এই অভিনেত্রী