ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সংঘর্ষ


গো নিউজ২৪ | ইলিয়াস আরাফাত, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ০৮:৪৯ পিএম
রাজশাহীতে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে সংঘর্ষ

রাজশাহী জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানেও সংঘর্ষের ঘটনা ঘটলো। ছাত্রদলের দুই গ্রুপের এ সংঘর্ষে কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল সোয়া ৫টার দিকে নগরীর তেরোখাদিয়ায় এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এর আগে গত জুনে রাজশাহী জেলা বিএনপির কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরের দিন মহানগর বিএনপির কর্মী সম্মেলনেও একই ঘটনা ঘটে।

শনিবার বিকেলে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। অনুষ্ঠানে দলের রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শালসহ স্থানীয় শীর্ষ নেতারাও অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শুরুর পর একের পর এক নেতা বক্তব্য রাখছিলেন। এ সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফায়সাল আহম্মেদ ডিকো বক্তব্য দিতে চান। কিন্তু তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। এ সময় তার অনুসারিরা অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা চেয়ার ভাঙচুর শুরু করেন।

এ সময় ছাত্রদলের অপর অংশের নেতাকর্মীরা তাদের বাঁধা দেন। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে কমিউনিটি সেন্টারের বাইরেও। দুই পক্ষের মধ্যে ঘটে ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে অন্তত তিন নেতাকর্মী আহত হন। এর কিছুক্ষণ পর সংঘর্ষ থামে। তবে এ সময় পুলিশ কাউকে আটক করেনি।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সংঘর্ষ ঘটেছে কমিউনিটি সেন্টারের ভেতরে। পুলিশ দায়িত্ব পালন করছে বাইরে। তাই কাউকে আটক করা যায়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে ছাত্রদলের এ সংঘর্ষের মাঝেও বিএনপির এ অনুষ্ঠান চলে। তবে অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতি খুবই কমে যায়। পরে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সাবেক এমপি ফজলুল হক মিলন ছাত্রদলের নেতাকর্মীদের সমালোচনা করেন। সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হয়।   


গো নিউজ২৪/এএইচ

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন