ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে ছাত্রলীগের হামলা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ০৫:৪৭ পিএম আপডেট: ডিসেম্বর ১১, ২০১৭, ১১:৪৭ এএম
রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে ছাত্রলীগের হামলা

রাজশাহী: রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি টাঙানো না থাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা।

ছাত্রলীগের নেতাকর্মীরা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের ভেতরেই তিন সাংবাদিককে মারধর করেছেন। এছাড়া তছনছ করা হয়েছে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র। সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসীন ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

রিপোর্টার্স ইউনিটির সদস্যরা জানান, রোববার সকালে রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসিক দত্তসহ কয়েকজন নেতাকর্মী তাদের কার্যালয়ে যান। এ সময় তারা জানতে চান, কার্যালয়ে কেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নেই। তারা কার্যালয়ে ছবিগুলো টাঙানোর জন্য নির্দেশ দিয়ে আসেন।

পরে সোমবার সকালে তারা আবারও কার্যালয়ে গিয়ে ছবি টাঙানো হয়েছে কি না তা জানতে চান। এ সময় সাংবাদিকরা তাদের জানান, এ দিন তারা কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা দেবেন। এ অনুষ্ঠান শেষ করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ছাত্রলীগের নেতারা তা না মেনে ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে তারা কার্যালয়ের দরজায় তালা দিয়ে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরই সাংবাদিকরা সেই তালা খোলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কার্যালয়ে গিয়ে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মীম ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক বাবর মাহমুদ ও নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেনকে মারধর শুরু করেন।

পরে সাংবাদিকরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান সাংবাদিকদের নিয়ে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে যান। ডেকে পাঠান ছাত্রলীগের নেতাকর্মীদেরও। এরপর দু’পক্ষকে নিয়ে বৈঠক করেন তিনি। 

কলেজ অধ্যক্ষ বলেন, দু’পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি পরবর্তীতে বিস্তারিত জানাবেন। 

তবে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামসুন্নাহার সুইটি জানান, বিষয়টি সাংবাদিক নেতাদের জানানো হয়েছে। তাদের ছাড়া তারা সমঝোতা করবেন না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তিনি।

এ ব্যাপারে কথা বলতে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামকে ফোন করা হলে তিনি ধরেননি। তাই এ ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গোনিউজ/এমবি
 

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা