ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচন, আ.লীগের লোকজন থ্রেট দিচ্ছে


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৭, ০৪:৩৮ পিএম আপডেট: ডিসেম্বর ১৭, ২০১৭, ১০:৩৮ এএম
রসিক নির্বাচন, আ.লীগের লোকজন থ্রেট দিচ্ছে

রংপুর: পোলিং এজেন্টদের নামের তালিকা প্রকাশ হতে না হতেই আওয়ামী লীগের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তাদের থ্রেট দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী সুলতান মাহমুদ টুকু। 

তিনি বলেছেন, বিএনপির পোলিং এজেন্টদের হুমকি ধামকি দেয়া হচ্ছে। মানুষ এখন আওয়ামী লীগের কাছে জিম্মি। জনগণ তাদেরকে ভয় পায়। এই সরকারের আমলে যত খুন হয়েছে। জেল হয়েছে। গুম হয়েছে। মানুষ এসব ঘটনায় আতঙ্কিত। বিএনপির পোলিং এজেন্টরা ভয় পাচ্ছে, যদি তাদের গুম করা হয়, যদি তাদের লাশটিও পাওয়া না যায়। 

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সাংবাদিক সম্মেলনে রংপুর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুলতান মাহমুদ টুকু এসব কথা বলেন।

টুকু বলেন, নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর ক্ষেত্রে আচরণ বিধির কোনো বালাই নেই। বিএনপি প্রার্থীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। এতো কিছুর পরেও আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই। মাঠে থেকে দেখাতে চাই আওয়ামী লীগ কিভাবে ভোট ডাকাতি করে।

তিনি আরও অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধিতে খবু শক্ত করে বলা আছে কোনো লাইটিং প্রতীক থাকবে না। কিন্তু রংপুর ক্যান্টনমেন্টের সামনে নৌকা প্রতীক লাইটিং দিয়ে শো করা হয়েছে। একই ভাবে লাঙ্গলেরও করা হয়েছে। ক্ষমতাসীনরা রাত ১১টা ১২টা পর্যন্ত পথ সভা সমাবেশ করছে। অথচ বিএনপিকে রাত ৮টার মধ্যেই থামিয়ে দেয়া হচ্ছে। আমরা যেখানে পথসভা করতে চাইছি। নৌকা প্রতীক সেখানে পথসভা করতে চাইছে। 

তিনি আরও বলেন, পরশুদিন সিগারেট কোম্পানিতে আমার একটি পথসভা ছিল। কিন্তু আমরা দেখলাম আমাদের জায়গায় নৌকা প্রতীক পথ সভা করছে। আমরা কোনো গোলমাল চাই না বলেই অন্য জায়গায় পথসভা করেছি। তারা মঞ্চ বানিয়ে মাইক দিয়ে সভা সমাবেশ করছে। আর আমাদের প্রার্থীর পক্ষে চেয়ার টেবিল বের করা হলেই ম্যাজিস্ট্রেট হানা দিচ্ছে। জরিমানা করছে। এসব কারণে আমরা শঙ্কিত। ভোটাররাও শঙ্কিত। এসময় মিডিয়ার মাধ্যমে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি অন্তত ভোটের দিন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহবান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা সাবেক হুইপ জয়নাল আবেদীন ফারুক, নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, আব্দুল খালেক, প্রার্থী কাওছার জামান বাবলা, মহানগর সভাপতি মোজাফফর হোসেন প্রমুখ।

গোনিউজ/এমবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা