ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা’


গো নিউজ২৪ | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৬:৪৮ পিএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৭, ১২:৪৮ পিএম
‘রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা’

ফাইল ফটো

রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, “চাল, গম, তেল, চিনি, ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, লবণ, খেজুরসহ সব নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। বাজারে চাহিদার তুলায় অনেক বেশি পণ্য রয়েছে। কোনও পণ্যে সংকটের সম্ভাবনা নেই। বাজার দরও স্বাভাবিক এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে।”

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

তোফায়েল আহমেদ বলেন, “পবিত্র রমজান মাসকে সামনে রেখে যাতে কোনও ধরনের মূল্যবৃদ্ধি বা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। শুধু রমজান মাস নয়, সারা বছরই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্বাভাবিক থাকবে। প্রত্যাশা অনুযায়ী বাজার স্থিতিশীল থাকলে আগামীতে ব্যবসায়ীদের পুরস্কৃত করা হবে।”

পণ্য পরিবহনে হয়রানি ও চাঁদাবাজি রোধে ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “ফেরিতে অগ্রাধিকার ভিত্তিতে পণ্যবাহী যানবাহন পারাপার করা হবে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাস্তায় পণ্যবাহী যানবাহন থামানো যাবে না। পুলিশ হাইওয়েতে টহল জোরদার করবে। কোনও ধরনের হয়রানির সঙ্গে যেই জরিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

মাংস ব্যবসায়ীদের বিষয়ে বলেন, “আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। আগামীতে মাংস ব্যবসায়ীরা আর ধর্মঘটে যাবেন না।”

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, “রমজান মাসকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি প্রতি বছরের মতো এবারও ন্যায্যমূল্যে খোলা বাজারে ভোজ্য তেল, মুসুর ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রয় করবে। আগামী ১৫ মে থেকে দেশব্যাপী ২৮১১ জন ডিলারের মাধ্যমে এবং ঢাকা শহরে ৩৩, চট্টগ্রামে ১০, খুলনায় ৭, অন্যান্য বিভাগীয় শহরে ৫ এবং জেলা শহরে ২টি করে ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রয় করা হবে।”

এসময় সভায় আরও উপস্থিত থেকে মতামত জানান বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ বসু, অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক, অতিরিক্ত সচিব (এফটিএ) মো. শফিকুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. সালেহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম লস্কর, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের জেনারেল ম্যানেজার শফিউল আক্তার তাসলিম, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহউদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা।

গোনিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়