ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুরে প্রার্থী ও সমর্থকদের উৎসবের আমেজ


গো নিউজ২৪ | ফরহাদুজ্জামান ফারুক প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ১০:৩৪ এএম
রংপুরে প্রার্থী ও সমর্থকদের উৎসবের আমেজ

রংপুর: ঘনিয়ে আসছে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন। এবার এ সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন হলেও দলীয় প্রতীকে এটি হবে প্রথম নির্বাচন। একারণে রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীরা উৎসবের আমেজে ভাসছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থকরা রয়েছেন নির্বাচনী আনন্দে। সব মিলে প্রতীক বরাদ্দে দিন যতোই এগিয়ে আসছে, ততোই যেন নির্বাচনী গরম হাওয়ার উত্তাপ বাড়ছে।

এদিকে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে লড়াই করতে আজ বুধবার মনোনয়নপত্র গ্রহন ও দাখিলের শেষ দিন। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত মেয়র পদের জন্য ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৫ জন এবং সাধারণ পুরুষ কাউন্সিলর পদে ২২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গোলাম মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, আব্দুল মজিদ বীর প্রতীক, সুইটি আনজুম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এছাড়াও মেয়র পদে লড়তে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ও বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয়তাবাদী দল বিএনপির কাওছার জামান বাবলা ও নাজমুল আলম নাজু, রাশেক রহমান, শাকিল রায়হান, মেহেদী হাসান বনি, একেএম আব্দুর রউফ মানিক, বাসদের আব্দুল কুদ্দুস মনোনয়নপত্র সংগ্রহ করলেও মঙ্গলবার তারা কেউই জমা দেন নি।

অন্যদিকে সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়ন নিয়ে মঙ্গলবারের মধ্যেই ৬৫ জনই জমা দিয়েছেন। অপরিদকে সাধারণ কাউন্সিলর পদে জমা দিয়েছেন ২২২ জন।

এদিকে নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু মঙ্গলবার মেয়রের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ বুধবার মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের শেষ দিন। আপিল দায়ের ২৫-২৬ নভেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ৪ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।

১৮৬৯ সালে ২৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে রংপুর পৌরসভার যাত্রা শুরু হয়। পরে তা ৫৪ বর্গ কিলোমিটারে উন্নীত হয়। ২০১২ সালের ২৮ জুন ২০৩.৬ বর্গকিলোমিটার আয়তনে ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় রংপুর সিটি করপোরেশন।

পাঁচ বছর আগে রংপুর সিটিতে ভোটার ছিল ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। সেই নির্বাচনে প্রথম সিটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগ সমর্থিত সরফুদ্দিন আহমেদ ঝন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।

এবার এ সিটিতে দ্বিতীয়বারের মতো নির্বাচন হলেও দলীয় প্রতীকে এটি হবে প্রথম নির্বাচন। রংপুর সিটি করপোরেশনে বর্তমানে ভোটার রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৬৫৯ এবং নারী ১ লাখ ৯১ হাজার ৭৬২ জন। সম্ভাব্য ভোটকেন্দ্র ১৯৬টি, ভোটকক্ষ ১ হাজার ১৭৭টি।

গোনিউজ২৪/কেআর

 

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন