ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যেভাবে রাবির হলে গেল এইচএসসির উত্তরপত্র


গো নিউজ২৪ | রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০১৭, ১১:৪৫ পিএম আপডেট: মে ২৩, ২০১৭, ১২:৩৩ এএম
যেভাবে রাবির হলে গেল এইচএসসির উত্তরপত্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের একটি আবাসিক হল থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার অমূল্যায়িত ১০০ খাতা উদ্ধার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হল থেকে খাতাগুলো উদ্ধার করে নিয়ে যান রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার।

হল প্রাধ্যক্ষ প্রফেসর জিন্নাত ফেরদৌসী জানান, খাতাগুলো হলের দ্বিতীয় তলায় বারান্দায় থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘রাজশাহী শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিকাল ৩টার দিকে বিষয়টি আমাকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানান। আমরা হলে গিয়ে তাদের তথ্যের ভিত্তিতে খাতাগুলো উদ্ধার করি। সেগুলো বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে দেয়া হয়েছে।’

প্রাধ্যক্ষ বলেন, ‘কীভাবে খাতাগুলো এখানে এলো তা জানতে হলের গণরুমের বেশ কয়েকজন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কেউ স্বীকার করেননি।

এখন বিষয়টি তদন্ত করে বের করার দায়িত্ব বোর্ড কর্তৃপক্ষের। যে শিক্ষককে তারা খাতা মূল্যায়নের জন্য দিয়েছিলেন, তিনি এর জন্য দায়ী। বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষক শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলেই সব জানতে পারবেন।’

রাবির প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ বলেন, ‘খাতাগুলো রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদকে মূল্যায়ন করতে দিয়েছিল বোড। কিন্তু তিনি নিজে মূল্যায়ন না করে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে দেন। মাসুদ আবার রাবির এক ছাত্রকে দেন। ওই ছাত্র পরবর্তী সময়ে তার বান্ধবিকে খাতাগুলো মূল্যায়ন করতে দেন।’

প্রক্টর বলেন, ‘বন্ধুর কাছ থেকে এক ছাত্রী খাতাগুলো নিয়ে মন্নুজান হলেই মূল্যায়ন করছিলেন। তিনি ওই হলেই থাকেন। কিন্তু তিনি কে-তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ ওই কক্ষে ১০০ জন ছাত্রী থাকে। তাদের মধ্যে কেউ একজন খাতাগুলো মূল্যায়ন করার দায়িত্ব নিয়েছিলেন।’

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, ‘আমরা বিষয়টি গোপন সংবাদে জানতে পারি। পরে রাবির প্রক্টর ও হল প্রাধ্যক্ষের সহায়তায় খাতাগুলো উদ্ধার করা হয়েছে। ওই খাতাগুলো রাজশাহী শিক্ষাবোর্ডের ইসলামের ইতিহাসের (কোড নম্বর- ২৬৮)। এ বিষয়ে বোর্ড চেয়ারম্যানই সিদ্ধান্ত দেবেন।’

এ ঘটনার পর নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ ও শাহমখদুম কলেজের আরেক শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে একটি সূত্র জানিয়েছে।

তবে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেছেন, এ বিষয়টি সম্পর্কে পুলিশ কিছু জানে না। বোর্ড কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে। পরবর্তী সময়ে সাংবাদিকদের কাছেই তিনি ঘটনা শুনেছেন। পরে খোঁজ নিয়ে তিনি খাতা উদ্ধারের সত্যতা পেয়েছেন।

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল