ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যেভাবে চিনবেন বিষাক্ত ও ক্ষতিকর বন্ধু


গো নিউজ২৪ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৬, ০১:০০ পিএম
যেভাবে চিনবেন বিষাক্ত ও ক্ষতিকর বন্ধু

সস্পর্কটা বন্ধুত্বের। কিন্তু অপরের মনে লুকিয়ে রয়েছে বিদ্বেষ। এমন বন্ধুর দেখা মেলে জীবনে। যিনি আপনাকে সুখী দেখতে চান না। এখানে একটি কুইজে অংশ নিন। এর মাধ্যমে বুঝে নিন আপনার কোন বন্ধু এমন শত্রুভাবাপন্ন।

এমন বিষাক্ত বন্ধুদের খুঁজে বের করা বেশ কঠিন কাজ। কারণ বিশ্বাস, ভালোবাসা আর শর্তহীন সম্পর্কের মাধ্যমেই বন্ধুত্ব গড়ে ওঠে। তবুও একজন বা একাধিক বন্ধু এমন হতে পারেন যিনি মনে মনে আপনাকে দেখতে পারেন না।

 

এই কুইজটি সমস্যা বের করে আনতে পারে।

১. আপনি একটি পরীক্ষায় পাস করেছেন। কিন্তু বন্ধু পারেননি। পরের স্তরের পরীক্ষাটি বেশ কঠিন। যেভাবেই হোক আপনি সেটায় উতরে যেতে চান। আর আপনার বন্ধু-

ক. তিনি উৎসাহ দেন। কারণ অন্তত আপনি একজন হলেও পাস করেছেন।
খ. তিনি দারুণভাবে হতাশ। কারণ নিজে পাস করতে পারেননি। আপনাকে উৎসাহ দেন না। বন্ধু আপনার সামনে ব্যর্থতার গল্প শোনান। আপনাকে হতাশ করার চেষ্টা করেন।

২. কয়েক মাস আগে বিশেষ কিছু ঘটে গেছে আপনার জীবনে। এ নিয়ে বন্ধুকে জানিয়েছেন। পরের বার বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পর এসব কথা অন্য আরেক বন্ধুকে বলেছেন। সে ক্ষেত্রে আপনার এই বন্ধু-

ক. আপনার সেই গোপন বিষয় কারো কাছে প্রকাশ করেননি।
খ. কেস স্টাডি হিসাবে আপনার ঘটনা অন্যদের কাছে বলেন। মনে করেন, এটা অন্যদের বলা কোনো বিষয় নয়।

৩. আপনি ব্যায়াম করছিলেন। কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ ফল পাননি। এ নিয়ে বেশ সচেতন আপনি। আর আপনার বন্ধু-

ক. তিনি আপনাকে বোঝান যে, একটু ওজন বেশি থাকা কোনো বিষয় নয়। আপনাকে এগিয়ে যেতে উৎসাহ দেন।
খ. প্রিয় কোনো পোশাকে ফিট হচ্ছেন না দেখে তিনি কৌতুক করেন। এর একমাত্র কারণ আপনি বেশি বেশি খান।

৪. আপনার বন্ধু কি সব সময় আপনাকে হতাশ করে রাখেন?

ক. আমার বন্ধু কখনও তা করেন না।
খ. অধিকাংশ সময়ই তা করেন।

৫. আপনি এই বন্ধুর সঙ্গ পছন্দ করেন, কিংবা তিনি কি আপনার আত্মবিশ্বাসে চিড় ধরানোর বিন্দুমাত্র সুযোগ কাজে লাগান?

ক. আমি বন্ধুর সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। তাকে ছাড়া সময় কাটে না।
খ. মাঝে মাঝে মনে হয়, আমার বন্ধু কখনোই আমার ভালো চান না। আমার সম্পর্কে খারাপ ধারণা ঢোকানোর চেষ্টা করেন।

৬. কখনও বন্ধু বিশ্বাস ভেঙেছেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেননি?

ক. কখনোই বিশ্বাস ভাঙেননি।
খ. অনেক সময়ই এমন করেছেন।

যদি অধিকাংশ প্রশ্নের উত্তর `ক` হয় : আপনার এ বন্ধুটি সত্যিকারের বন্ধু। তিনি আপনার প্রতি বিশ্বস্ত থাকেন। আপনাকে সুখী রাখার চেষ্টা করেন এবং গুরুত্ব দেন। আপনার পাশে থাকতে চান। তিনি হতে পারেন আপনার সারাজীবনের বন্ধু।

যদি অধিকাংশ প্রশ্নের উত্তর `খ` হয় : আসলে এই বন্ধু আপনার এক বিষাক্ত সঙ্গী। তার বিষয়ে আর এগোবেন না। তিনি আপনাকে সুখী দেখতে চান না। আপনার অনুভূতির প্রতি তার কোনো শ্রদ্ধাবোধ নেই। বন্ধু নির্বাচনে সচেতন হোন।

লাইফস্টাইল বিভাগের আরো খবর
বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

বিয়ে-বিচ্ছেদ বেড়েছে খুলনার মেয়েদের, কম বরিশালের

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

৪ মাসে একবার বিছানার চাদর কাচেন ব্যাচেলররা: গবেষণা

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

ডেঙ্গু আক্রান্তরা যে কারণে ডাবের পানি পান করবেন

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

বাংলাদে‌শিদের জন্য ই-ভিসা চালু করেছে নেপাল

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

গর্ভাবস্থায় কী কী খাবার খেলে আপনার সন্তান হবে মেধাবী ও বুদ্ধিমান!

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন

ডেঙ্গু সম্পর্কিত যেসব ভুল তথ্য এড়িয়ে যাবেন