ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যেকোনো সময় শেষ হবে জঙ্গি আস্তানার অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী


গো নিউজ২৪ | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০৬:৪৫ পিএম আপডেট: মার্চ ২৭, ২০১৭, ১২:৪৫ পিএম
যেকোনো সময় শেষ হবে জঙ্গি আস্তানার অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: সিলেট শহরের শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে চলমান আভিযান যেকোনো সময়ে শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার দুপুর আড়াইটার দিকে মন্ত্রীসভার বৈঠকের পর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, “যেকোনো সময়ে সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শেষ হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সেখানে বড় কোনো জঙ্গি থাকতে পারে। জঙ্গিদের শিকড় উপড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সোমবার মন্ত্রিসভার বৈঠকে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি জনপ্রতিনিধিদের নিজ এলাকায় গিয়ে জঙ্গিবিরোধী কাজে আরো তৎপর হতে বলেছেন। এ ছাড়া গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আতিয়া মহলে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘মাস্টারমাইন্ড’ মেজর জিয়া থাকতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকাকে অভিযানের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। পরে পুলিশ ও অন্য বাহিনীকে বিরত রেখে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এ পর্যন্ত দুজন জঙ্গি নিহত হয়েছে। আরো কেউ থাকতে পারে।” তবে তাদের মধ্যে মেজর জিয়া আছে কি না, তা নির্দিষ্ট করে বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত তারা মূলত ইসলামকে কলুষিত করছে। দেশের মানুষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না। এমনকি জঙ্গিদের বাবা-মাও তাদের স্বীকৃতি দিচ্ছে না।”

লন্ডনে পার্লামেন্ট ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ইঙ্গিত করে আসাদুজ্জামান বলেন, “ব্রিটেনে কী হয়েছে সবাই জানে। সে তুলনায় বাংলাদেশের জঙ্গি দমনে তৎপরতা ও সক্ষমতা বেড়েছে।”

গোনিউজ২৪/এম

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়