ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যেকোনো পরিস্থিতিতে অজি মোকাবেলায় প্রস্তুত ভারত: কুম্বলে


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৭, ০৯:২৭ পিএম
যেকোনো পরিস্থিতিতে অজি মোকাবেলায় প্রস্তুত ভারত: কুম্বলে

ক্রিকেটারদের উপর যে তাঁর বিপুল আস্থা রয়েছে, তা বুঝিয়ে দিলেন অনিল কুম্বলে। পুণে টেস্টের দু’‌দিন আগে সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের কোচ বলে গেলেন, ‘‌দশটা মাস এই তরুণ দলটার সঙ্গে কাজ করে চলেছি। পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষমতা রয়েছে আমার দলের। আত্মবিশ্বাসে ভরপুর। মাঠ এবং মাঠের বাইরের সমস্যাগুলোর সমাধান খুব সুন্দরভাবে করে ফেলতে পারে।’‌

অশ্বিন, বিরাটের প্রশংসায় তো পঞ্চমুখ ভারতীয় দলের কোচ, ‘‌অশ্বিন প্রায় পঞ্চাশের কাছাকাছি টেস্ট খেলে ফেলেছে। বিরাটের টেস্ট ম্যাচের সংখ্যা পঞ্চাশের বেশি। দুজনেই ব্যক্তিগত দক্ষতায় দলকে জেতাতে সাহায্য করেছে। বিরাট ইতিমধ্যেই বেশ কিছু কৃতিত্ব অর্জন করেছে। অশ্বিন তো দ্রুততম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট তুলে নিল। যা এককথায় অভাবনীয়। এই দুজনের পারফরম্যান্সে বাকিরাও উদ্ধুদ্ধ হচ্ছে। এরকম একটা দলের সঙ্গে কাজ করতে পেরে দারুণ খুশি আমি।’‌

হোম সিরিজে ১৬ জনের দল রয়েছে ভারতের। চোট আঘাতে দলের ভারসাম্য যাতে নষ্ট না হয়, সেজন্যই দলে বাড়তি ক্রিকেটার নেওয়া হয়েছে। কুম্বলে বলে গেলেন, ‘‌দলে দু’‌জন বাড়তি ক্রিকেটার থাকলে ক্ষতি তো কিছু নেই। সবাই একসঙ্গে থাকলে একাত্মতা বাড়ে। মরশুমের ১৪ নম্বর টেস্টটা খেলতে চলেছি আমরা। লম্বা সফর। চোটের জন্য যাতে দলের ভারসাম্য নষ্ট না হয়, সেজন্যই বাড়তি ক্রিকেটার রাখা হয়েছে। তাড়াড়া দলে অনেকেই নতুন। তারা যাতে অভিজ্ঞ হতে পারে, সে ব্যাপারটাও তো দেখতে হবে।’‌

প্রতিপক্ষ দল সম্পর্কে শ্রদ্ধা রেখে কুম্বলে বলে গেলেন, ‘‌সব প্রতিপক্ষকেই আমরা সম্মান করি। শুরুতে নিউজিল্যান্ড খেলে গেছে। এরপর ইংল্যান্ড এল। এখন অস্ট্রেলিয়া এসেছে। দলটা পেশাদার। গত কয়েক মাস ধরে আমরা যে ক্রিকেট খেলেছি, সেটা এই সিরিজেও ধরে রাখতে হবে। অজি দলে সব বিভাগেই ভারসাম্য রয়েছে। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে ভালবাসে। আমাদের প্রতিআক্রমণে যেতে হবে। টসে জিতলাম না হারলাম তা বড় কথা নয়। উইকেট কেমন হয়েছে তা নিয়েও ভাবছি না। ভাল ক্রিকেটের দিকে নজর দিয়েছি।’‌

এরপরই কুম্বলের সংযোজন, ‘‌বেশ কয়েকটা নতুন জায়গায় খেলতে হয়েছে আমাদের। কই, কোনও সমস্যা তো হয়নি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি। চেন্নাই টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৫০০–র উপর রান তুলেছিল। জিতেছিলাম আমরা। মুম্বই টেস্টে টসে হারলাম। ইংল্যান্ড ৪০০–র উপর রান করে গেল। আমরা ইনিংসে জিতেছিলাম। ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আবার পেসাররা সাহায্য পেল। তাই যে কোনও পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত।’‌ 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ