ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যে ভুল আর কখনোই করতে চান না তামিম!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০৮:২২ এএম
যে ভুল আর কখনোই করতে চান না তামিম!

বাংলাদশে ক্রিকেটে এখন পর্যন্ত সেরা ওপেনার ধরা হয় তাকে।  শুধু সেরা ওপেনারই নয়, দেশের ক্রিকেট ইতিহাসে তিন ফরম্যাটেই সর্বোচ্চ রানের মালিকও তিনি। তার ব্যাট হাসলে হাসে দলও।  সবশেষ গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরী করে গড়েছেন রেকর্ড আর দলকে এনেদেন জয়ও।  ম্যান অব দ্য ম্যাচও হন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
 
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মালিক এ ড্যাশিং ওপেনা। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে নামার আগে সংগ্রহে ছিল ৯৯৯৯ রান। ১টা রান হলেই ওই মাইলফলকটা ছোঁয়া হতো।
 
শুধু ছুঁলেনই না, শ্রীলঙ্কান বোলারদের ভোগান্তি উপহার দিয়ে খেললেন ১২৭ রানের দুর্দান্ত ইনিংস। ক্যারিয়ারের মাত্র ৮ম সেঞ্চুরী। ‘মাত্র’ বলার কারণ, তামিমের কমপক্ষে আরও ১০টি ইনিংস তিন অংকের সম্ভাবনা জাগিয়ে থেমে গেছে। সেই ভুল এবার বুঝতে পেরেছেন দেশসেরা ওপেনার।
 
কলম্বোতে শততম টেস্টে দারুণ ব্যাটিংয়ে ৮২ রান করে হুট করে আউট হয়ে গেলেন! তার মতো আফসোসে পড়তে হয় লাখো লাখো ক্রিকেট প্রেমীকে। ওয়ানডেতে তার হাফ সেঞ্চুরির সংখ্য ৩৪টি। এর মধ্যে কমপক্ষে ২২টি ইনিংসে তিনি ষাটোর্ধ রান করে আউট হয়েছেন! আরও স্পষ্ট করে বললে, ৯৫ রানে দুইবার, আশির ঘরে ৩বার, ৭০ এর ঘরে ৬বার এবং ৬০ এর ঘরে ১৩ বার আউট হয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান।
 
টেস্টেও ৮টি সেঞ্চুরির বিপরীতে ২২টি হাফ সেঞ্চুরি তার। এর মধ্যে ষাঠোর্ধ ইনিংস খেলে আউট হয়েছেন ১২ বার। ৯৫ রানে একবার, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ রানে একবার করে, সত্তরের ঘরে ৩বার এবং ৬০ এর ঘরে ৩বার আউট হয়েছেন তিনি। দারুণ খেলতে খেলতে হুট করে বাজে একটা শট খেলে বসেন। বেশিরভাগ ক্ষেত্রেই ফিরতে হয় সাজঘরে।  তাই তিন অংকে পৌঁছা হয় না তার।
 
কিন্তু শনিবারের ম্যাচে দেখা গেল অন্য এক তামিমকে। প্রয়োজন মাফিক কখনও ধীরস্থির আবার কখনও শট খেলেছেন। ড্রেসিংরুম থেকেও এমন বার্তাই এসেছিল তার কাছে।  যতক্ষণ সম্ভব উইকেটে টিকে থাকতে হবে।  কারণ সবাই জানে, তামিমের উইকেটে থাকা মানে রান আসবেই।
 
৯০ এবং ১৪৪ রানের দুটি বড় জুটিতে তার বিশাল অবদান। এমন তামিমকেই তো দেখতে চায় সবাই। তামিম নিজেও এমনটাই চান। দেশসেরা ওপেনার তাই এখন ধুমধারাক্কা শট না খেলে ম্যাচের চাহিদা অনুযায়ী খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যা তামিমের জন্য তো বটেই, দলের জন্যও ইতিবাচক। কারণ তামিমের ব্যাট হাসলে হেসে ওঠে বাংলাদেশ। সূত্র: ইন্টারনেট 

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ