ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যে ঘটনায় ইমরানকে পিটিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ


গো নিউজ২৪ প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ০৭:৪৩ পিএম
যে ঘটনায় ইমরানকে পিটিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ

ঢাকা: সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দেয়া ও কটূক্তি করায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে পেটানোর হুমকি দিয়েছিলেন ছাত্রলীগ নেতারা।

এছাড়া একই দিন গেল ২৮ মে রাতে আওয়ামী লীগের ছাত্র সংগঠনটির মিছিল থেকে শাহবাগে ইমরান সরকারকে অবাঞ্ছিতও ঘোষণা করা হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশ থেকে একই ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।

এ হুমকির তিনদিন পর ৩১ মে ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার ঘটনায় ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামহানির ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।

এদিকে ওই মামলায় জামিনে বের হওয়ার সময় গেল ১৬ জুলাই ইমরান এইচ সরকারসহ তার কর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলায় চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। ওইদিন তার উপর পচা ডিম ও জুতাও নিক্ষেপ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

এসব ঘটনার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইমরান এইচ সরকারকে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

অভিযোগ তোলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের বিরুদ্ধে। তার নেতৃত্বেই ছাত্রলীগের একদল নেতাকর্মী হকিস্টিক ও লাঠি-সোটা দিয়ে ইমরানকে পেটায় বলে অভিযোগ করেন গণজাগরণমঞ্চের কোনো কোনো কর্মী।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ লিমন। তিনি দাবি করেছেন, ঘটনার সময় সেখানে উপস্থিতই ছিলেন না। তবে ইমরান এইচ সরকারের ওপর হামলাকে সমর্থন করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন ছাত্রলীগের এই নেতা।

এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, কতিপয় দুষ্কৃতিকারী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। তারা বলে কিসের বন্যা? দেশে কোনো বন্যা নাই। এ বলে পাথর লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হয়। আমরা মামলা করবো। বর্তমানে শাহবাগ থানায় আছি।

গো নিউজ২৪/এআর

রাজনীতি বিভাগের আরো খবর
রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ বাড়াতে এবার ডলার ধার করবে কেন্দ্রীয় ব্যাংক

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

সংরক্ষিত নারী আসনে আ.লীগের টিকিট চান তারকা, মন্ত্রী-এমপিদের স্ত্রী, হিজড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে স্ত্রীকে নিয়ে যা যা করলো ছাত্রলীগ নেতারা

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

খালেদা জিয়া ও বিএনপির জন্য দারুণ সুখবর

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন

এমপি হিসেবে শপথ নেয়ার পর এক টাকাও আমার হাতে আসে নাই : সুমন