ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যে কারণে ভারতের বিপক্ষে ফেবারিট পাকিস্তান


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৩:০৯ পিএম আপডেট: মে ২৯, ২০১৭, ০৯:০৯ এএম
যে কারণে ভারতের বিপক্ষে ফেবারিট পাকিস্তান

বিশ্বকাপে এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়ে ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছে তারা। তিন ম্যাচের দুটিতে জয়ী। 

দুই দলের মধ্যে এখন শক্তিমত্তা অনেক পার্থক্য। কিন্তু টুর্নামেন্টটা চ্যাম্পিয়নস ট্রফি বলেই এখানে ফেবারিট নাকি পাকিস্তান। ইউনিসের যুক্তি তো সেটাই।

ভারতকে হারানোর ক্ষমতা যে পাকিস্তানের আছে, সেটা জানেন সবাই। তবু আইসিসির যেকোনো প্রতিযোগিতার আগেই ঘটা করে এটা সবাইকে জানাতে হয়। 

কারণ, বিশ্ব আসরে যে ভারতের সামনে একেবারেই নতজানু অবস্থা পাকিস্তানের। তাই চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগে উত্তরসূরিদের নতুন করে সাহস দিচ্ছেন ইউনিস খান, পাকিস্তান পারবে ভারতকে হারাতে।

অতীত ইতিহাস টেনেই পাকিস্তানকে সাহস দিচ্ছেন সদ্য অবসর নেওয়া ইউনিস, ‘ভারতকে হারানোর ক্ষমতা আছে পাকিস্তানের। কারণ, অতীতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের চেয়ে পাকিস্তানই ভালো করেছে।’

আর সে জয় পেতে ব্যাটিং বা বোলিং নয়, ইউনিসের কাছে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে পাকিস্তানের ফিল্ডিং। তাঁর ধারণা, ৪ জুন ইতিবাচক ফল আনতে চাইলে উন্নতি করতে হবে ফিল্ডিংয়ে, ‘আধুনিক ক্রিকেটে ওয়ানডে ও টি-টোয়েন্টি জেতার জন্য ফিল্ডিংয়ে ভালো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের উচিত হবে ফিল্ডিংয়ে মনোযোগ দেওয়া। যে সুযোগ আসবে, সেটাই কাজে লাগানো।’

তবে কাজটা অনেক কঠিন হবে পাকিস্তানের জন্য। অনভিজ্ঞ এক দল নিয়ে ইংল্যান্ডে গেছেন সরফরাজ আহমেদ। ইউনিসের কাছে অবশ্য এটা দুর্বলতা নয়, বড় সুযোগ বলেই মনে হচ্ছে, ‘সরফরাজ আহমেদের জন্য এটা দারুণ এক সুযোগ দলকে ভালোভাবে নেতৃত্ব দেওয়ার এবং পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার। সবকিছুই নির্ভর করছে সে কীভাবে দলকে চালায় সেটার ওপর।’

ইউনিসের ধারণা, এ টুর্নামেন্টে ইংল্যান্ডের চিরপরিচিত পেসবান্ধব কন্ডিশনের দেখাও নাকি মিলবে না, ‘পিচ দেখে খুব ভালো মনে হচ্ছে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ৪০০ রান তাড়া করাও সম্ভব মনে হচ্ছে।’

 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ