ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যে কারণে বাংলাদেশ সফর বাতিল করল পাকিস্তান


গো নিউজ২৪ | স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ১০:০৫ এএম
যে কারণে বাংলাদেশ সফর বাতিল করল পাকিস্তান

চলতি বছরের জুলাই মাসের নয় তারিখ পাকিস্তান দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। ৩ ওয়ানডে, ২ টি-টুয়েন্টি ও ২টি টেস্ট খেলার কথা ছিল পাকিস্তানের।

তবে দুবাইতে অনুষ্ঠিত হয়ে যাওয়া আইসিসির বোর্ড সভা শেষে মত পাল্টে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। পিসিবি চিফ শাহরিয়ার খান ক্রিকইনফোকে বলেন, ‘আমরা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সফর নিয়ে কথা বলেছিলাম। পাকিস্তান এখন পর্যন্ত দুইবার বাংলাদেশ সফর করেছে। এখন আমরা চিন্তা করেছি আমরা টানা তৃতীয়বারের মত সফরে যেতে পারি না। ’

তিনি আরও বলেন, ‘তাই আমরা সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরের বছর আরেকটি সুযোগ খুজে বের করার চেষ্টা করবো।’

অনেকদিন ধরেই বাংলাদেশকে পাকিস্তান সফর করার জন্য চাপ সৃষ্টি করছিল পিসিবি। চলতি বছরেও দুটি টি-টুয়েন্টি খেলতে বিসিবিকে আমন্ত্রণ জানায় দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু নিরাপত্তাজনিত ঝুঁকিতে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিসিবি। সর্বশেষ ২০১৫ সালে ৩,২৫,০০০ ডলার ক্ষতিপূরণ দিয়ে পাকিস্তানকে বাংলাদেশ সফরে আসতে রাজী করায় বিসিবি।

এবারও পিসিবির সেই রকম আর্থিক দাবিতে সরাসরি আপত্তি জানায় বিসিবি। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের দাবি জানায় বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। কিন্তু বাংলাদেশের সঙ্গে আরব আমিরাতে সিরিজ আয়োজন পাকিস্তানকে আর্থিকভাবে লাভবান করবে না বলে দাবি করেছে পিসিবি। আমিরাতের মাটিতে তারা নিজেদের ঘরোয়া সিরিজগুলো খেলে আসছে দীর্ঘদিন।

পাকিস্তানের সফর বাতিলের ঘোষণার মাধ্যমে দুই দেশের বোর্ড সম্পর্কে নেমে আসতে পারে শীতলতা। সাবেক পিসিবি প্রধান জাকা আশরাফের সময়ে পিসিবি-বিসিবি সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। দুই দলের সম্পর্কের ফাটলের জেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে নাও আসতে পারেন পাকিস্তানি ক্রিকেটাররা।

চলতি বছরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল অনুষ্ঠিত হয় করাচীতে। সেখানে কিছু বিদেশি খেলোয়াড় খেলেছেন। যার মধ্যে ছিলেন টাইগারদের এনামুল হক বিজয়ও। কিন্তু দেশটিতে একের পর এক সন্ত্রাসী হামলায় এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনেই আছে পাকিস্তানি ক্রিকেট।

বাংলাদেশ সর্বশেষ ২০০৭-০৮ মৌসুমে পাঁচ ওয়ানডের সিরিজের জন্য পাকিস্তান সফর করেছিল। এরপর ২০১১-১২ মৌসুমে ও ২০১৫ সালে বাংলাদেশে খেলতে আসে দেশটির ক্রিকেট দল।

বাংলাদেশ দল ২০০৭-০৮ মৌসুমে শেষবার পাকিস্তান সফর করেছিল। ওই সফরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এর পর ২০১১-১২ মৌসুম একবার ও ২০১৫ সালে বিসিবির কাছ থেকে ৩২৫,০০০ মার্কিন ডলার নিয়ে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফরে আসে।

 

 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ