ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ফেক্ট ফাইন্ডিং কমিটির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন


গো নিউজ২৪ | কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০৯:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের ফেক্ট ফাইন্ডিং কমিটির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

রোহিঙ্গা পরিস্থিতি দেখে গিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি প্রতিবেদন উত্থাপন করবেন যুক্তরাষ্ট্রের ফেক্ট ফাইন্ডিং কমিটি। আজ দুপুরে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফ মার্কলে এর নেতৃত্বে কমিটির সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। 

এসময় প্রতিনিধি দলের প্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফস মার্কলে অবিলম্বে মিয়ানমারের হত্যাযজ্ঞ বন্ধ করা এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি দাবি জানান। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো বেশি উদ্যোগী হওয়ারও আহবান জানান তিনি।

মাকিন যুক্তরাষ্ট্রের সিনেট প্রতিনিধি দলের প্রধান সিনেটর জেফস মার্কলে আরো বলেন, তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা পরিস্থিতি দেখেছেন। পরবর্তীতে তারা মিয়ানমার সফর করবেন। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে কংগ্রেসে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উত্থাপন করবেন।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদশনকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর জেফস মার্কলে এর নেতৃত্বে ফেক্ট ফাইন্ডিং কমিটির এ প্রতিনিধি দলে ছিলেন সিনেটর রিচার্ড ডারবিন, কংগ্রেসম্যান বেটি ম্যাককুলাম, জ্যান স্ক্যাকুস্কি ও ডেভিড সিসিলিন। এসময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটও সাথে ছিলেন।

তারা উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে কথা বলেন। 

এসময় তারা বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে খুবই অত্যাচার নিযাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। বাংলাদেশ সরকার এবং স্থানীয় জনগণ রোহিঙ্গাদের যে সহযোগিতা করেছে তা উচ্চ প্রশংসার দাবিদার।

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় আলোচনা চললেও এখনো মিয়ানমারে মানবিক সংকটের উত্তরণ হয়নি বলে মন্তব্য প্রতিনিধি দলের সদস্যদের।

মার্কিন প্যাথ ফাইন্ডিং কমিটির সদস্যরা গতকাল শুক্রবার রাতে ঢাকায় পৌঁছেন। আজ শনিবার সকালে কক্সবাজার পৌঁছেন। আর কক্সবাজার পৌঁছেই সকালে চলে যান উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিনিধি দল। বাংলাদেশ সফর শেষে তাদের মিয়ানমারের রাখাইন সফরের কথা রয়েছে।

গো নিউজ২৪/এবি

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা