ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস: পূর্ণাঙ্গ রায় প্রকাশ


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ১১:১৪ এএম
যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস: পূর্ণাঙ্গ রায় প্রকাশ

‘যাবজ্জীবন কারাদণ্ড অর্থ আমৃত্যু কারাবাস’, এমন পর্যবেক্ষণ দিয়ে একটি হত্যা মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এতে আদালত বলেছেন, দ-বিধির ৫৩ ও ৪৫ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড হবে আমৃত্যু কারাবাস।

২০০১ সালের ১৬ ডিসেম্বর সাভারের জামান হত্যা মামলায় ওই দুই আসামির আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ গত ১৪ ফেব্রুয়ারি রায় দেন। ওই দিনই আদালত বলেছিলেন- যাবজ্জীবন মানে ৩০ বছর কারাভোগ নয়, আমৃত্যু কারাবাস।

৯২ পৃষ্ঠার রায়টি প্রধান বিচারপতি নিজেই লিখেছেন। রায়ের সঙ্গে একমত পোষণ করেছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হুসেইন হায়দার।

রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই রায়ের কপি স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজন্সকে (কারা মহাপরিদর্শক) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যে কোনো আইনের ব্যাখ্যা সবার ক্ষেত্রে একই হবে। এখন যারা জেলে আছেন, তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। অর্থাৎ এখন থেকে যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস- এটিই প্রযোজ্য হবে।

এর আগে গত বছরের ২৬ জুন গাজীপুরে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি বলতে আপনারা মনে করেন ৩০ বছর। প্রকৃতপক্ষে এটির অপব্যাখ্যা হচ্ছে। যাবজ্জীবন অর্থ হলো- একেবারে যাবজ্জীবন, রেস্ট অব  দ্য লাইফ।

গো নিউজ ২৪


 

জাতীয় বিভাগের আরো খবর
টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

টয়লেটসহ একাধিক সুবিধা নিয়ে দেশে আসছে ছাদখোলা দোতলা ট্যুরিস্ট বাস

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

‘রপ্তানিযোগ্য হারবাল প্রডাক্টের উৎপাদন প্রক্রিয়া ও মান উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পাঠ্যবইয়ের সংশোধনসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

শাহজালাল বিমানবন্দরে মাসুদের কাছে পাওয়া গেল ৩ কেজি সোনা

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

ইজতেমায় এক বদনা পানি ১০ টাকা!

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়

হজে যাওয়ার মানুষ পাওয়া যাচ্ছে না, দফায় দফায় সময় বাড়াচ্ছে মন্ত্রণালয়