ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭, ০৩:৪৬ পিএম আপডেট: অক্টোবর ১৭, ২০১৭, ০৯:৫৪ এএম
যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

যৌতুকের দাবিতে স্ত্রী নাজমা বেগমকে হত্যার দায়ে যশোরের অভয়নগর উপজেলার  ধোপাদী গ্রামের রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অমিত কুমার দে এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ইদ্রিস আলী বলেন, দণ্ডিত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি ধোপদী গ্রামের শহিদ আলীর ছেলে।

আদালত সূত্র মতে, রফিকুল ইসলাম অভয়নগর উপজেলার দক্ষিণ নওয়াপাড়ার মতিয়ার রহমানের মেয়ে নাজমা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন।

টাকা এনে না দেওয়ায় ২০০৭ সালের ২০  মে নাজমাকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করেন। এরপর তার মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যার প্রচার চালানোর চেষ্টা করেন। এরপর দিন নাজমার বাবা হত্যার অভিযোগ এনে রফিকুলের নামে মামলা করেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক আসামি রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে খুনিকে এক লাখ টাকা জরিমানাও করেন।

গোনিউজ২৪/কেআর

আইন-আদালত বিভাগের আরো খবর
জামিন পেলেন মামুনুল হক

জামিন পেলেন মামুনুল হক

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

৫ মিনিটের মধ্যেই জামিন পেলেন ড. ইউনূস

নোবেলজয়ী  ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

নোবেলজয়ী ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

‘খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না’

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হাইকোর্ট

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড

ভাইস চেয়ারম্যানসহ ১৫ বিএনপি নেতার চার বছরের কারাদণ্ড