ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যশোরে মাইকিং করে সংঘর্ষে নামলো দুই গ্রামবাসী


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: জুলাই ২২, ২০১৭, ১২:২৬ এএম
যশোরে মাইকিং করে সংঘর্ষে নামলো দুই গ্রামবাসী

যশোর: বাঘারপাড়ায় মাইকিং করে দুই গ্রামবাসী মারামারিতে লিপ্ত হয়। লাঠিসোটা, দা, কুড়ালসহ হাতের কাছে যে যা পেয়েছে তাই নিয়ে একে অপরের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনা উভয়পক্ষের গুরুতর আহত হয়েছে তিনজন আর কমবেশি আহত হয়েছে অন্তত ১০ জন।

শুক্রবার (২০ জুলাই) বিকেলে বাঘারপাড়ার নারকেলবাড়িয়া বাজারে নারকেলবাড়িয়া ও ক্ষেত্রপালা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়। এসময় নারকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উভয় গ্রামবাসীকে নিবৃত করার চেষ্টা করে।

গুরুতর আহত তিনজনের মধ্যে দুজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও আরেকজনকে মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন আরও ৮/১০ জন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তিকৃত দুই জন হলেন- উপজেলার ক্ষেত্রপালা গ্রামের আতর আলী বিশ্বাসের ছেলে শওকত হোসেন (৪৮) ও খোকন বিশ্বাসের ছেলে জামিরুল ইসলাম (২০)। শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া আহতের নাম জানা যায়নি।

এলাকাবাসীর ভাষ্য মতে, গত মঙ্গলবার (১৮ জুলাই) বাঘারপাড়ার নারকেলবাড়িয়া বাজারে ক্ষেত্রপালা গ্রামের মিঠু ও জুবায়ের বসেছিলেন। এসময় নারকেলবাড়িয়া গ্রামের জুলহাস ধুমপানের পর সিগারেটের শেষ অংশ ফেলতে গিয়ে তাদের দুই জনের গায়ে লাগে। এ নিয়ে সে সময় উভয়ের মধ্যে তর্কবিতর্ক, এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। 

ওই ঘটনার সূত্র ধরে এলাকায় গত কয়েকদিন চাপাউত্তেজনা ছিল। শুক্রবার নারকেলবাড়িয়া ও ক্ষেত্রপালা গ্রামবাসী মাইকিং করে লাঠিসোটা, দা, কোড়াল নিয়ে বের হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় নারকেলবাড়িয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উভয় গ্রামবাসীকে নিবৃত করার চেষ্টা করে। কিন্তু উত্তেজিত জনতা মারামারিতে লিপ্ত হলে ৩ জন গুরুতর জখম হয়। কমবেশি আহত হয়েছেন আরও ৮/১০ জন।

তবে ঘটনার সূত্রপাত নিয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন, স্থানীয় কয়েকজন গ্রুপ ছবি তুলেছিলেন। সেই ছবি একজন ফেসবুকে দেয়। এনিয়ে আপত্তি তুলেছিল তাদের মধ্যে কেউ কেউ। এ নিয়ে গোলযোগের সূত্রপাত। 

শুক্রবার দুই গ্রামবাসী লাঠিসোটা নিয়ে মারামারিতে লিপ্ত হলে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। এ সময় আহত একজনকে যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি মঞ্জুর আলম। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

গো নিউজ২৪/এন

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা