ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে বোর্ডে শীর্ষে খুলনা, নিম্নে মাগুরা


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেট, যশোর প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০৪:০১ পিএম আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১০:০১ এএম
যশোরে বোর্ডে শীর্ষে খুলনা, নিম্নে মাগুরা

যশোর: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবারের এইচএসসির ফলাফলে বোর্ডের ১০ জেলার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে খুলনা। খুলনা জেলা থেকে ৭৮ দশমিক ৬৬ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে বোর্ডের প্রথম স্থান দখলে নিয়েছে। আর সর্বনিম্নে রয়েছে মাগুরা জেলা। এখান থেকে ৬০ দশমিক ১৬ ভাগ ছাত্রছাত্রী পাস করেছে।

পাসের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে মেহেরপুর জেলা। এখান থেকে পাস করেছে ৭২ দশমিক ৬৭ ভাগ শিক্ষার্থী। তৃতীয় অবস্থানে থাকা সাতক্ষীরা জেলার পাসের হার ৭১ দশমিক ৯৬ ভাগ। চতুর্থ অবস্থানে আছে ঝিনাইদহ জেলা। এজেলা থেকে ৭০ দশমিক ৫৪ ভাগ ছাত্রছাত্রী পাস করেছে। এরপরই পঞ্চম স্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। এ জেলা থেকে পাস করেছে ৬৯ দশমিক ৫৪ ভাগ শিক্ষার্থী। ষষ্ঠস্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা। এ জেলার পাসের হার ৬৭ দশমিক ৭৩ ভাগ। 

বোর্ডের সপ্তম স্থানে রয়েছে যশোর জেলা। যশোরের পাসের হার ৬৬ দশমিক ৮২। আর ৬৫ দশমিক শূন্য এক ভাগ পাস করে অষ্টম স্থানে রয়েছে বাগেরহাট জেলা। বোর্ডের তালিকায় নবমস্থানে ঠাঁই পেয়েছে নড়াইল জেলা। এখান থেকে পাস করেছে ৬৩ দশমিক ৪৩ ভাগ ছাত্র-ছাত্রী।

এ বছর যশোর শিক্ষাবোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল অবনমন হয়েছে। এবার পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। ২০১৬ সালের সারাদেশের মধ্যে সর্বোচ্চ ফলাফল হলেও এবার সেই অবস্থান ধরে রাখতে পারেনি যশোর বোর্ড। গত বছর ৮৩ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করলেও এবার পাস করেছে ৭০ দশমিক ০২ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৪০ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৪৭ জন। গত বছরে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৫৮৬জন। 

রোববার (২৩ জুলাই) বেলা একটায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর বোর্ডের ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। 

প্রকাশিত ফলাফলে জানা যায়, এবছর এইচএসসিতে ৯৫ হাজার ৬৯২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করেছে ৬৭ হাজার ২জন। গড় পাসের হার ৭০ দশমিক শূন্য ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৪৭জন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটোই কমেছে।

গো নিউজ২৪/এন

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল