ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যবিপ্রবিতে শিক্ষার্থীদের পরীক্ষা-ক্লাস বর্জন


গো নিউজ২৪ | স্টাফ করেসপন্ডেন্ট, যশোর প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭, ০৬:২৭ পিএম আপডেট: অক্টোবর ১৬, ২০১৭, ১২:২৭ পিএম
যবিপ্রবিতে শিক্ষার্থীদের পরীক্ষা-ক্লাস বর্জন

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হলে হামলার সাথে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার এবং হলের দায়িত্বে থাকা প্রক্টর শেখ মিজানুর রহমানের পদত্যাগসহ চার দফা দাবিতে পরীক্ষা ও ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১ টার দিকে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

যবিপ্রবির প্রভোস্ট ড. ইকবাল কবির জাহিদ জানান, শিক্ষার্থীরা এদিন কোন ক্লাস করেনি। এছাড়া পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা বর্জন করে কর্মসূচিতে অংশ নেয় বলে তিনি জেনেছেন।

মানববন্ধন বক্তব্য রাখেন আতিকুর রহমান অয়ন, কামরুজ্জামান বাপ্পি, আব্দুল আলিম, রুপা আক্তার, জিনিয়া আক্তার, মল্লিকা বিশ্বাস প্রমুখ। 

তারা বলেন, ৫ অক্টোবর মধ্যরাতে শহীদ মশিউর রহমান হলে হামলায় জড়িত ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামীম হাসানকে স্থায়ীভাবে বহিষ্কারসহ হামলায় জড়িতদের গ্রেপ্তার, ওই রাতে লুটপাট করা ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ফেরত দিতে হবে। এছাড়া হলের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর শেখ মিজানুর রহমানের পদত্যাগ দাবি করেন নেতৃবৃন্দ। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সেদিন সংগঠনটির সাধারণ সম্পাদকের অনুসারীরা মারপিট, লুটপাট, ভাংচুর ছাড়াও বোমাবাজি ও গুলিবর্ষণের ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় শামীমসহ সাত ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয় এবং জড়িতদের নামে কোতোয়ালি থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাময়িক বহিস্কার হওয়াসহ ঘটনার সাথে জড়িতদের স্থায়ী বহিস্কার দাবিতে সোমবার কর্মসূচি পালন করা হয়।

তবে ৭ অক্টোবর প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম হাসান দাবি করেন, সভাপতি সুব্রত বিশ্বাস গ্রুপের দ্বারা বিতাড়িতদের তিনি ক্যাম্পাসে নিয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের সহায়তায়। হামলার সাথে তারা জড়িত নয়।

গোনিউজ২৪/পিআর

শিক্ষা বিভাগের আরো খবর
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

‘শরীফার গল্প’ রেখেই ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে হবে সংশোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‍‍`শরিফ থেকে শরিফা‍‍` ইস্যুতে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৫ জেলার স্কুল বন্ধ

৫ জেলার স্কুল বন্ধ

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল