ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে এমপি মোসলেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা


গো নিউজ২৪ প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০১৭, ০৪:১০ পিএম আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১০:১০ এএম
ময়মনসিংহে এমপি মোসলেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

ময়মনসিংহ-০৬ (ফুলবাড়ীয়া) আসনের সরকার দলীয় এমপি অ্যাড. মোসলেম উদ্দিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মামলা করেছেন এক মুক্তিযোদ্ধা। এই মামলায় মোসলেম উদ্দিন ছাড়াও আরো ১৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

আজ দুপুরে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্র্যাট কোর্টের ২ নং আমলী আদালতে এ মামলাটি দায়ের করা হয়। মামলার প্রধান সাক্ষী বঙ্গবীর কাদের সিদ্দিকী। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক মামলাটি আমলে নিয়ে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। মামলার আইনজীবী একেএম ফজলুল হক দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংসদ ছাড়াও আরো যাদের নামে মামলা করা হয়েছে তারা হলেন- ফুলবাড়ীয়া সদরের ফয়জুল বারী (৬৫), চৌদার গ্রামের আ. ছামাদ মাস্টার ওরফে টিক্কা খান (৭৮), আব্দুল মণ্ডল (৮২), পাটুলি গ্রামের আব্দুল হালিম (৬৫), আছিম তিতারচালা গ্রামের আব্দুল কুদ্দুস (৬৫), কুশমাইল গ্রামের মফিজ উদ্দিন ওরফে মফে (৮২), ভালুকজান গ্রামের রিয়াজ উদ্দিন ফকির (৮২), পুটিজান গ্রামের মোকসেদ আলী (৭০), এবাদুল্লাহ (৭২), কুশমাইল গ্রামের মোকসেদ আলী (৮০), ওয়াহেদ আলী মুন্সী (৮০) ও ছুরহাব আলী (৮০), কালাদহের আবুল হোসেন (৮০) ও মুছা (৭৫) এবং আছম টানপাড়া গ্রামের গিয়াস উদ্দিন (৬২)।

মামলার বিবরণে জানা যায়, সাংসদ মোসলেম উদ্দিন ১৯৭১ এ নির্বাচিত স্থানীয় এমপি ছিলেন। এমপি হয়েও তিনি পাকিস্থানী হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে ফুলবাড়ীয়ায় বেশ কয়েকটি এলাকায় হত্যা, ধর্ষণ, লুন্ঠন এবং অগ্নিসংযোগের মত অপরাধে জড়ান। তিনি জেলা রাজাকার কমান্ড প্রধান আব্দুল হান্নানের সঙ্গে বৃহত্তর ময়মনসিংহ জেলার শান্তি কমিটির কোষাধ্যক্ষ নিয়োজিত ছিলেন। মামলার অন্য আসামিরাও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধীকারী রাজাকার, আলবদর, আলশামস, দেশদ্রোহী ও আইন অমান্যকারী লোক।

আসামিরা ১৯৭১ সালের ২৭ জুন তারিখে জোড়বাড়ীয়ায় বাদীর বাড়ীতে লুন্ঠন করে বাড়ীঘর পুড়িয়ে দেয়। কৈয়ারচালা গ্রামে মালেকা খাতুনকে ধর্ষণের পর হত্যা করে। ১৯৭১ সালের ২০ জুন কুশমাইলের বসু চৌধুরীকে, ১২ জুন মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে এবং ফুলবাড়ীয়া বাজারে ৮ জন ঋৃষিকে হত্যা করে।

২৯ নভেম্বর তালেব আলী, সেকান্দর আলী, আলতাব আলীকে হত্যা করে ভালুকজান নদীতে ভাসিয়ে দেয়। এ ছাড়াও সাধারণ মানুষকে হত্যা করে বধ্য ভূমিতে ফেলে দেয়। মামলায় অভিযোগ করা হয়, এসব কর্মকান্ডে এডভোকেট মোসলেম উদ্দিনসহ উল্লেখিত আসামিরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল।

গো-নিউজ২৪/বিএস

দেশজুড়ে বিভাগের আরো খবর
মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

মানুষের বিশ্বাসকে পুঁজি করে কোটি টাকা নিয়ে পালালো ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

দিনের শুরুতেই বিআরটিসি বাসের চাপায় নিহত ৪ 

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

ধারের টাকা দিতে না পারায় বন্ধুর স্ত্রীকে বিয়ে

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

বোমাটি বিস্ফোরিত হলে বাসের সবাই মারা যেতেন

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

রেললাইনে বোমা বিস্ফোরণের চেষ্টা, হাতেনাতে আটক ৩

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা

হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় বিএনপি নেতা